‘আত্ম-বিলাপ’ কবিতার মূলবক্তব্য ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

 ‘আত্ম-বিলাপ’ কবিতার মূলবক্তব্য ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অকূলে দিশেহারা হয়ে জীবন তরীর হাল ঠিকমতো ধরে রাখতে পারছিলেন না কবি মাইকেল মধুসূদন দত্ত। এমন দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে কবি জীবনের হিসাব মিলাতে বসলেন আত্ম-বিলাপে মগ্ন হয়ে।

‘আত্ম-বিলাপ’ কবিতার মূলভাব

বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো ডিগ্রি ২য় বর্ষের আবশ্যিক বিষয়গুলির মধ্যে ‘বাংলা জাতীয় ভাষা’ অন্যতম। এখানে সাহিত্য অংশ থেকে কবিতা, প্রবন্ধ, গল্প এবং ভাষাশিক্ষা অংশ থেকে পত্ররচনা, গদ্যরীতি, বানানের নিয়ম, অনুবাদ ও সারসংক্ষেপ থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তোমাদের অনেকের অনুরোধ- সাহিত্য অংশের কবিতা, প্রবন্ধ, ও গল্পগুলি থেকে পরীক্ষায় কমন উপযোগী অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করার জন্য। তোমাদের সুবিধার কথা চিন্তা করে প্রতিটি টপিকসের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি নিভৃত বাংলা ব্লগে তুলে ধরা হবে। তোমরা নিয়মিত এগুলি অনুশীলন করলে আশাকরি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। আজকের ব্লগে আমরা ‘আত্ম-বিলাপ’ কবিতার মূল কথা ও পরীক্ষায় কমন উপযোগী পঞ্চাশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তাহলে চলো, কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক।

 

‘আত্ম-বিলাপ’ কবিতার মূলকথা

 

‘আত্ম-বিলাপ’ কবিতার মূল সূর: তোমরা জানো, ‘আত্ম-বিলাপ’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি মাইকেল মধুসূসুদন দত্তের রচিত একটি অসাধারণ গীতিকবিতা। এ কবিতাটি কবি তাঁর নিজ অভিজ্ঞতার আলোকে রচনা করেছেন। নিজের ব্যক্তিজীবনের অভিজ্ঞতার প্রতিটি পদক্ষেপ তিনি এখানে বিন্যস্ত করেছেন। আশার ভেলায় চড়েই মানুষকে জীবন সমূদ্র পাড়ি দিতে হয়। কবি মাইকেল মধুসূদন দত্তও জীবনের দুর্দশার পাষাণশৈলে মাথাকুড়ে একের পর এক নৈরাশের ঢেউ মোকাবিলা করেছেন। চরম অর্থসংকট আর দারিদ্র্যের কষাঘাতে তিনি জর্জরিত হয়েছিলেন। অকূলে দিশেহারা হয়ে জীবন তরীর হাল ঠিকমতো ধরে রাখতে পারছিলেন না তিনি। এমন দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে কবি জীবনের হিসাব মিলাতে বসলেন আত্ম-বিলাপে মগ্ন হয়ে। এ বিলাপকালে কবির খ্যাতি-প্রতিপত্তি এবং অর্থের বিশেষ অসদ্ভাব ছিল না, তবু কবির বিগত জীবনের উপর দিয়ে যে বিপ্লব বয়ে গেছে তা কখনও ভুলার নয়। বেদনা যেন ক্ষণে ক্ষণে কবির হৃদয়কে বিক্ষুব্ধ করে তুলেছে বার বার। বিশেষ করে মাদ্রাজে অবস্থানকাল ও কলকাতা প্রত্যাগমনের তিক্ত অভিজ্ঞতা কবির মনে গভীরভাবে মুদ্রিত হয়েছিল। সেই মানসিক অশান্তি আর বেদনার অশ্রুসিক্ত প্রকাশ তাঁর ‘আত্ম-বিলাপ’ কবিতাটি।

 


প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আত্ম-বিলাপ কবিতা থেকে পরীক্ষায় কমন উপযোগী পঞ্চাশটি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তুলে ধরবো। এগুলো তোমরা মনযোগ দিয়ে বারবার অনুশীলন করবে। প্রয়োজনে তোমার সোশাল মিডিয়া টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো যাতে পরে দেখতে পারো।


১। ‘আত্ম-বিলাপ’ কবিতায় মধুসূদন দত্ত কীসের ছলনায় ভুলেছেন? [জা.বি ২০১৭]

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় মধুসূদন দত্ত আশার ছলনায় ভুলেছেন।

 

২। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি কালসিন্ধু জলতলে কী ফেলেছেন? [জা.বি ২০১৯]

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি কালসিন্ধু জলতলে শতমুক্তাধিক আয়ু ফেলেছেন।

 

৩। ‘আত্ম-বিলাপ’ কবিতায় ‘কুহক’ শব্দ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় ‘কুহক’ শব্দ মায়া বা ইন্দ্রজাল অর্থে ব্যবহৃত হয়েছে।

 

৪। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কী?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম Timothy Penpoem (টিমোথি পেনপোয়েম)।

 

৫। ‘আত্ম-বিলাপ’ কবিতাটি কোন ছন্দে রচিত?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতাটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত।

 

৬। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবির মর্মবেদনা স্বরূপ কয়টি স্তবকে বর্ণিত হয়েছে?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবির মর্মবেদনা স্বরূপ সাতটি স্তবকে বর্ণিত হয়েছে।

 

৭। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি অনাহারে-অনিদ্রায় থেকে কী লাভ করতে চেয়েছেন?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি অনাহারে-অনিদ্রায় থেকে যশোলাভ করতে চেয়েছেন।

 

৮। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় কোন ছন্দের প্রবর্তন করেন?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন।

 

৯। কবির দিন দিন কী ফুরিয়ে যায়?

          উত্তর: কবির দিন দিন আয়ু এবং বল ফুরিয়ে যায়।


 নিভৃত বাংলার আপডেট পেতে Google News এ Follow করুন


১০। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি কাকে ‘পামর’ বলেছেন?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি নিজেকে ‘পামর’ বলেছেন।

 

১১। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবিমনের কোন দিকটি আত্ম-বিলাপ রূপে প্রকাশ পেয়েছে?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবিমনের ব্যক্তিগত জীবনের হতাশা ও গ্লানিময় দিকটি আত্ম-বিলাপ রূপে প্রকাশ পেয়েছে।

 

১২। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি ‘মরীচিকাকে’ কীসের সাথে তুলনা করেছেন?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি ‘মরীচিকাকে’ আশার সাথে তুলনা করেছেন।

 

১৩। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কবে?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন ১৮২৪ সালের ২৫ জানুয়ারি।

 

১৪। ‘আত্ম-বিলাপ’ কোন ধরনের কবিতা?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ গীতিকবিতা।

 

১৫। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কবে?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৮৭৩ সালের ২৯ জুন।

 

১৬। ‘কাল-সিন্ধু পানে ধায়’ কথাটির অর্থ কী?

          উত্তর: ‘কাল-সিন্ধু পানে ধায়’ কথাটির অর্থ সময় অবিরত ধাবমান/চলমান।

 

১৭। ‘আত্ম-বিলাপ’ কবিতাটির রচয়িতা কে?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতাটির রচয়িতা কবি মাইকেল মধুসূদন দত্ত।

 

১৮। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবির কোন নেশা ছোটে না?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবির আশার নেশা ছোটে না।

 

১৯। ‘আত্ম-বিলাপ’ কবিতায় ‘ধীবর’ শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় ‘ধীবর’ শব্দ কবির খ্যাতি ও যশোলাভের মোহে বিদেশি সংস্কৃতির প্রতি অতিমাত্রায় আসক্ত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে।

 

২০। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কোন প্রবৃত্তি কবিকে সর্বক্ষণ দংশন করে?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় পরশ্রীকাতর ও ঈর্ষাকাতর প্রবৃত্তি কবিকে সর্বক্ষণ দংশন করে।

 

২১। ‘আত্ম-বিলাপ’ কবিতায় পতঙ্গের দিশাহীন ছুটে চলার সাথে কবি কার তুলনা করেছেন?

          উত্তর: ‘আত্ম-বিলাপ’ কবিতায় পতঙ্গের দিশাহীন ছুটে চলার সাথে কবি নিজেকে তুলনা করেছেন।

 

২২। বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?

          উত্তর: বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’।

 

২৩। বাংলা সনেট ও অমিত্রাক্ষর ছন্দের জনক কে?

          উত্তর: বাংলা সনেট ও অমিত্রাক্ষর ছন্দের জনক কবি মাইকেল মধুসূদন দত্ত।

 

২৪। মাইকেল মধুসূদন দত্ত বিলেতে গিয়েছিলেন কেন?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়ার জন্য।

 

২৫। মাইকেল মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম কী?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম রাজ নারায়ন দত্ত ও মাতার নাম জাহ্নবী দেবী।

 

২৬। মাইকেল মধুসূদন দত্তের দুটি ইংরেজি কাব্যগ্রন্থের নাম লিখ।

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের দুটি ইংরেজি কাব্যগ্রন্থের নাম হলো The Captive Lady এবং  Visions Of The Past.

 

২৭। মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লিখ।

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম হলো ‘একেই কী বলে সভ্যতা’ এবং ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’।

 

২৮। মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি কাব্যের নাম লিখ।

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি কাব্যের নাম হলো তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলি।

 

২৯। মাইকেল মধুসূদন দত্ত কোথায় কোথায় শিক্ষাগ্রহণ করেছেন?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত কলকাতার লালবাজার গ্রামার স্কুল, হিন্দু কলেজ এবং বিশপস কলেজে শিক্ষাগ্রহণ করেছেন।

 

৩০। মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি নাটকের নাম লিখ।

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি নাটকের নাম হলো শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং মায়াকানন।

 

৩১। কতবছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন?

          উত্তর: ১৯ বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন।

 

৩২। মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?

          উত্তর: ১৮৪৩ সালে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন।

 

৩৩। মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক নাম কী?

          উত্তর: শ্রী মধুসূদন দত্ত।

 

৩৪। মাইকেল মধুসূদন দত্ত শিক্ষকতা ও সাংবাদিকতা করতেন কোথায়?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত শিক্ষকতা ও সাংবাদিকতা করতেন মাদ্রাজে।

 

৩৫। মাদ্রাজে থাকার সময় মাইকেল মধুসূদন দত্ত কোন কোন ভাষায় দক্ষতা অর্জন করেন?

          উত্তর: মাদ্রাজে থাকার সময় মাইকেল মধুসূদন দত্ত সংস্কৃত, গ্রীক, ল্যাটিন, হিব্রু, ফরাসি, তেলেগু, তামিল, জার্মান, ইতালীয়ান প্রভৃতি ভাষায় দক্ষতা অর্জন করেন।

 

৩৬। ছদ্মনাম ব্যবহার করে মাইকেল মধুসূদন দত্ত কোন কোন পত্রিকায় লিখতেন?

          উত্তর: ছদ্মনাম ব্যবহার করে মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজ সার্কুলার, স্পেকটেটর এবং হিন্দু ক্রনিকল পত্রিকায় 

 

৩৭। ‘The Captive Lady’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?

          উত্তর: ‘The Captive Lady’ কাব্যটি ১৮৪৯ সালে প্রকাশিত হয়।

 

৩৮। মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্ত্রীর নাম কী?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্ত্রীর নাম রেবেকা ম্যাকটাভিস।

 

৩৯। মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় স্ত্রীর নাম কী?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় স্ত্রীর নাম হেনরিয়েটা।

 

৪০। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগী হন কখন?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগী হন হিন্দু কলেজে অধ্যয়নকালে।

 

৪১। ‘মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয়?

          উত্তর: ‘মেঘনাদবধ কাব্য’ ১৮৬১ সালে প্রকাশিত হয়।

 

৪২। মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান কত সালে?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান ১৮৬৩ সালে।

 

৪৩। মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা কত সালে প্রকাশিত হয়?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা ১৮৫৯ সালে প্রকাশিত হয়।

 

৪৪। বেলগাছিয়া নাট্যশালায় মঞ্চস্থ হয় কোন নাটক?

          উত্তর: বেলগাছিয়া নাট্যশালায় মঞ্চস্থ হয় শর্মিষ্ঠা নাটক।

 

৪৫। মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ নাটক ‘মায়াকানন’ কত সালে প্রকাশিত হয়?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ নাটক ‘মায়াকানন’ ১৮৭৪ সালে প্রকাশিত হয়।

 

৪৬। পদ্মাবতী নাটকে কীসের কাহিনী প্রাধান্য পেয়েছে?

          উত্তর: পদ্মাবতী নাটকে গ্রীক পুরাণের কাহিনী প্রাধান্য পেয়েছে।

 

৪৭। দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে?

          উত্তর: দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।

 

৪৮। ‘নীলদর্পণ’ নাটক অনুবাদের সময় মাইকেল মধুসূদন দত্ত কোন ছদ্মনাম গ্রহণ করেন?

          উত্তর: ‘নীলদর্পণ’ নাটক অনুবাদের সময় মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনাম গ্রহণ করেন।

 

৪৯। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কোথায়?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন আলীপুর হাসপাতালে।

 

৫০। মাইকেল মধুসূদন দত্তের সমাধি কোথায়?

          উত্তর: মাইকেল মধুসূদন দত্তের সমাধি কলকাতার লোয়ার সার্কুলার রোড এ।




প্রিয়া শিক্ষার্থীবৃন্দ, আশাকরি এই পঞ্চাশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভালোভাবে চর্চা করলে এর মধ্য থেকেই পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Next Post
7 Comments
  • Rozovi
    Rozovi December 3, 2023 at 12:33 PM

    Thanks a million SiR

    • Nivrit Banglaa
      Nivrit Banglaa December 5, 2023 at 5:13 PM

      Welcome

  • Nusrat Jahan
    Nusrat Jahan November 14, 2024 at 1:06 PM

    Nice

  • Anonymous
    Anonymous November 24, 2024 at 10:00 PM

    Tnx

  • Anonymous
    Anonymous April 5, 2025 at 8:56 PM

    Give the long questions please sir

    • Anonymous
      Anonymous June 23, 2025 at 8:46 AM

      Thanks

  • Anonymous
    Anonymous April 22, 2025 at 10:53 PM

    Nice

Add Comment
comment url