‘আত্ম-বিলাপ’ কবিতার মূলবক্তব্য ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
‘আত্ম-বিলাপ’ কবিতার মূলকথা
‘আত্ম-বিলাপ’ কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা দেখতে এখানে ক্লিক
করো।
ঐকতান কবিতার মূল বক্তব্য ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
বনলতা সেন কবিতার মূল বক্তব্য ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
ডাহুক কবিতার মূল বক্তব্য ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
বার বার ফিরে আসে কবিতার মূল বক্তব্য ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সোনালী কাবিনঃ ৫ কবিতার মূল বক্তব্য ও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১। ‘আত্ম-বিলাপ’ কবিতায় মধুসূদন দত্ত কীসের ছলনায় ভুলেছেন? [জা.বি
২০১৭]
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় মধুসূদন দত্ত আশার ছলনায় ভুলেছেন।
২। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি কালসিন্ধু জলতলে কী ফেলেছেন? [জা.বি
২০১৯]
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় কবি কালসিন্ধু জলতলে শতমুক্তাধিক আয়ু ফেলেছেন।
৩। ‘আত্ম-বিলাপ’ কবিতায় ‘কুহক’ শব্দ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় ‘কুহক’ শব্দ মায়া বা ইন্দ্রজাল অর্থে ব্যবহৃত হয়েছে।
৪। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম কী?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের ছদ্মনাম Timothy Penpoem (টিমোথি পেনপোয়েম)।
৫। ‘আত্ম-বিলাপ’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতাটি ত্রিপদী পয়ার ছন্দে রচিত।
৬। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবির মর্মবেদনা স্বরূপ কয়টি স্তবকে বর্ণিত
হয়েছে?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় কবির মর্মবেদনা স্বরূপ সাতটি স্তবকে বর্ণিত হয়েছে।
৭। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি অনাহারে-অনিদ্রায় থেকে কী লাভ করতে
চেয়েছেন?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় কবি অনাহারে-অনিদ্রায় থেকে যশোলাভ করতে চেয়েছেন।
৮। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় কোন ছন্দের প্রবর্তন করেন?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্ত বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন।
৯। কবির দিন দিন কী ফুরিয়ে যায়?
উত্তর: কবির দিন
দিন আয়ু এবং বল ফুরিয়ে যায়।
১০। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি কাকে ‘পামর’ বলেছেন?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় কবি নিজেকে ‘পামর’ বলেছেন।
১১। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবিমনের কোন দিকটি আত্ম-বিলাপ রূপে প্রকাশ
পেয়েছে?
১২। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবি ‘মরীচিকাকে’ কীসের সাথে তুলনা করেছেন?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় কবি ‘মরীচিকাকে’ আশার সাথে তুলনা করেছেন।
১৩। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন কবে?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন ১৮২৪ সালের ২৫ জানুয়ারি।
১৪। ‘আত্ম-বিলাপ’ কোন ধরনের কবিতা?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
গীতিকবিতা।
১৫। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কবে?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন ১৮৭৩ সালের ২৯ জুন।
১৬। ‘কাল-সিন্ধু পানে ধায়’ কথাটির অর্থ কী?
উত্তর: ‘কাল-সিন্ধু
পানে ধায়’ কথাটির অর্থ সময় অবিরত ধাবমান/চলমান।
১৭। ‘আত্ম-বিলাপ’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতাটির রচয়িতা কবি মাইকেল মধুসূদন দত্ত।
১৮। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কবির কোন নেশা ছোটে না?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় কবির আশার নেশা ছোটে না।
১৯। ‘আত্ম-বিলাপ’ কবিতায় ‘ধীবর’ শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
২০। ‘আত্ম-বিলাপ’ কবিতায় কোন প্রবৃত্তি কবিকে সর্বক্ষণ দংশন করে?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় পরশ্রীকাতর ও ঈর্ষাকাতর প্রবৃত্তি কবিকে সর্বক্ষণ দংশন করে।
মাইকেল মধুসূদন দত্তের কবি পরিচিতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখান থেকে ভিডিওটি দেখে নাও।
২১। ‘আত্ম-বিলাপ’ কবিতায় পতঙ্গের দিশাহীন ছুটে চলার সাথে কবি কার
তুলনা করেছেন?
উত্তর: ‘আত্ম-বিলাপ’
কবিতায় পতঙ্গের দিশাহীন ছুটে চলার সাথে কবি নিজেকে তুলনা করেছেন।
২২। বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি?
উত্তর: বাংলা
সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’।
২৩। বাংলা সনেট ও অমিত্রাক্ষর ছন্দের জনক কে?
উত্তর: বাংলা
সনেট ও অমিত্রাক্ষর ছন্দের জনক কবি মাইকেল মধুসূদন দত্ত।
২৪। মাইকেল মধুসূদন দত্ত বিলেতে গিয়েছিলেন কেন?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্ত বিলেতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়ার জন্য।
২৫। মাইকেল মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম কী?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের পিতার নাম রাজ নারায়ন দত্ত ও মাতার নাম জাহ্নবী দেবী।
২৬। মাইকেল মধুসূদন দত্তের দুটি ইংরেজি কাব্যগ্রন্থের নাম লিখ।
২৭। মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লিখ।
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম হলো ‘একেই কী বলে সভ্যতা’ এবং ‘বুড়ো শালিকের ঘাড়ে
রোঁ’।
২৮। মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি কাব্যের নাম লিখ।
২৯। মাইকেল মধুসূদন দত্ত কোথায় কোথায় শিক্ষাগ্রহণ করেছেন?
৩০। মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি নাটকের নাম লিখ।
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের কয়েকটি নাটকের নাম হলো শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং মায়াকানন।
৩১। কতবছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
উত্তর: ১৯ বছর
বয়সে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন।
৩২। মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্টধর্ম গ্রহণ করেন?
উত্তর: ১৮৪৩ সালে
মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টধর্ম গ্রহণ করেন।
৩৩। মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক নাম কী?
৩৪। মাইকেল মধুসূদন দত্ত শিক্ষকতা ও সাংবাদিকতা করতেন কোথায়?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্ত শিক্ষকতা ও সাংবাদিকতা করতেন মাদ্রাজে।
৩৫। মাদ্রাজে থাকার সময় মাইকেল মধুসূদন দত্ত কোন কোন ভাষায় দক্ষতা
অর্জন করেন?
৩৬। ছদ্মনাম ব্যবহার করে মাইকেল মধুসূদন দত্ত কোন কোন পত্রিকায়
লিখতেন?
৩৭। ‘The Captive Lady’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘The
Captive Lady’ কাব্যটি ১৮৪৯ সালে প্রকাশিত হয়।
৩৮। মাইকেল মধুসূদন দত্তের প্রথম স্ত্রীর নাম কী?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের প্রথম স্ত্রীর নাম রেবেকা ম্যাকটাভিস।
৩৯। মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় স্ত্রীর নাম কী?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের দ্বিতীয় স্ত্রীর নাম হেনরিয়েটা।
৪০। মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগী হন কখন?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগী হন হিন্দু কলেজে অধ্যয়নকালে।
৪১। ‘মেঘনাদবধ কাব্য’ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘মেঘনাদবধ
কাব্য’ ১৮৬১ সালে প্রকাশিত হয়।
৪২। মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান কত
সালে?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্ত ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান ১৮৬৩ সালে।
৪৩। মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা কত সালে প্রকাশিত
হয়?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা ১৮৫৯ সালে প্রকাশিত হয়।
৪৪। বেলগাছিয়া নাট্যশালায় মঞ্চস্থ হয় কোন নাটক?
উত্তর: বেলগাছিয়া
নাট্যশালায় মঞ্চস্থ হয় শর্মিষ্ঠা নাটক।
৪৫। মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ নাটক ‘মায়াকানন’ কত সালে প্রকাশিত
হয়?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের সর্বশেষ নাটক ‘মায়াকানন’ ১৮৭৪ সালে প্রকাশিত হয়।
৪৬। পদ্মাবতী নাটকে কীসের কাহিনী প্রাধান্য পেয়েছে?
উত্তর: পদ্মাবতী
নাটকে গ্রীক পুরাণের কাহিনী প্রাধান্য পেয়েছে।
৪৭। দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন
কে?
উত্তর: দীনবন্ধু
মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।
৪৮। ‘নীলদর্পণ’ নাটক অনুবাদের সময় মাইকেল মধুসূদন দত্ত কোন ছদ্মনাম
গ্রহণ করেন?
উত্তর: ‘নীলদর্পণ’
নাটক অনুবাদের সময় মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনাম গ্রহণ করেন।
৪৯। মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কোথায়?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন আলীপুর হাসপাতালে।
৫০। মাইকেল মধুসূদন দত্তের সমাধি কোথায়?
উত্তর: মাইকেল
মধুসূদন দত্তের সমাধি কলকাতার লোয়ার সার্কুলার রোড এ।
আরও দেখো: চৈতী হাওয়া কবিতার লাইন বাই লাইনব্যাখ্যা (ভিডিও)
আত্মবিলাপ কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা (ভিডিও)
ঐকতান কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা (ভিডিও)
বনলতা সেন কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা (ভিডিও)
ডাহুক কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা (ভিডিও)
বার বার ফিরে আসে কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা (ভিডিও)
Thanks a million SiR
ReplyDeleteWelcome
Delete