বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের বহুনির্বাচনি - বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের MCQ - মডেল টেস্ট ১৩

প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও

বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

প্রশ্নমালা

১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কী ছিলেন?

          ক) অধ্যাপক

          খ) ব্যবসায়ী

          গ) প্রকৌশলী

          ঘ) ম্যাজিস্ট্রেট

২। বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কতটি?

          ক) ৩২

          খ) ৩৪

          গ) ৫৪

          ঘ) ৬৪

৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?

          ক) সম্বাদ প্রভাকর

          খ) বঙ্গদর্শন

          গ) দিগদর্শন

          ঘ) সমাচার দর্পণ

৪। ‘কমলাকান্তের দপ্তর’ বঙ্কিমচন্দ্রের একটি-

          ক) উপন্যাস

          খ) পদ্য

          গ) গল্প

          ঘ) গদ্য গ্রন্থ

৫। যশের জন্য লিখলে কী হবে?

          ক) যশ হবে

          খ) লেখা ভালো হবে

          গ) অর্থ হবে

          ঘ) লেখা ভালো হবে না

৬। রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কীসের জন্য লিখতে বারণ করেছেন?

          ক) যশের

          খ) টাকার

          গ) ক্ষমতার

          ঘ) ব্যক্তিস্বার্থের

৭। অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে?

          ক) চুরি করার প্রবৃত্তি

          খ) স্বার্থসাধন প্রবৃত্তি

          গ) হিংসাত্মক প্রবৃত্তি

          ঘ) লোকরঞ্জন প্রবৃত্তি

৮। আমাদের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করা হলে রচনা কেমন হয়ে ওঠে?

          ক) সত্য ও সুন্দর

          খ) জটিল ও দুর্বোধ্য

          গ) বিকৃত ও অনিষ্টকর

          ঘ) সরল ও সহজবোধ্য

৯। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনায় কোন ব্যবসায়ীদের নীচ শ্রেণির বলা হয়েছে?

          ক) সবজি ব্যবসায়ী

          খ) চামড়া ব্যবসায়ী

          গ) যাত্রা ব্যবসায়ী

          ঘ) ধান ব্যবসায়ী

১০। সত্য ও ধর্ম ব্যতীত অন্য ‍উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?

          ক) মহাপাপ

          খ) ব্যক্তিস্বাধীনতা

          গ) অপ্রয়োজনীয়

          ঘ) অরুচিকর

১১। ‘যে বিষয়ে যার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য’- এ বিষয়টি কোন সাহিত্যে রক্ষিত হয়?

          ক) প্রবন্ধ সাহিত্য

          খ) নাট্য সাহিত্য

          গ) সাময়িক সাহিত্য

          ঘ) কাব্য সাহিত্য

১২। ‘রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক’- কোনটি?

          ক) রচনা ফেলে রাখা

          খ) অলংকার প্রয়োগ

          গ) প্রমাণাদি সংযুক্ত করা

          ঘ) বিদ্যা প্রকাশের চেষ্টা

১৩। এখনকার প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোনটি বেশি দেখতে পান?

          ক) বিদেশি ভাষার উদ্ধৃতি

          খ) মাতৃভাষার উদ্ধৃতি

          গ) সাধু ভাষার উদ্ধৃতি

          ঘ) চলিত ভাষার উদ্ধৃতি

১৪। বঙ্কিমচন্দ্র রচনায় লেখককে কোন ভাষার উদ্ধৃতি ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন?

          ক) দেশি ভাষার

          খ) সাধু ভাষার

          গ) লেখকের অজানা ভাষার

          ঘ) ইংরেজি ভাষার

১৫। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কোনটি?

          ক) রীতি

          খ) জটিলতা

          গ) সরলতা

          ঘ) মাধুর্য

১৬। ‘এ কথা কদাপি মনে স্থান দিও না’- কোন কথা?

          ক) অনুকরণের বাসনা

          খ) প্রাঞ্জলতার ধারণা

          গ) রচনা কিছুকাল ফেলে রাখা

          ঘ) মানবকল্যাণের উদ্দেশ্যে লেখা

১৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটিকে ‘বাঙ্গালার ভরসা’ বলেছেন?

          ক) বাংলার সাহিত্য

          খ) বাংলার প্রকৃতি

          গ) বাংলার কৃষি

          ঘ) বাংলার মানুষ

১৮। ‘যশের জন্য লিখিবেন না।’ তাহলে-

i) যশলাভ হবে না

ii) লেখার মান খারাপ হবে

iii) অর্থপ্রাপ্তি ঘটবে না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৯। সাহিত্যে অনুকরণের ফলে-

i) দোষগুলি অনুকৃত হয়

ii) গুণগুলি অনুকৃত হয় না

iii) সাহিত্যের প্রসার ঘটে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২০। রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা করা অনুচিত, কেননা-

i) বিদ্যা থাকলে আপনিই প্রকাশ পায়

ii) পাঠক বিরক্তবোধ করে

iii) রচনার গুণগত মান নষ্ট হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

শাওন লেখালেখি করে অনেক খ্যাতিমান ও ধনী হতে চায়। এ কারণে প্রায়ই সে সমাজের প্রভাবশালীদের তোষামোদ করে প্রবন্ধ রচনা করে।

২১। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনা অনুসারে শাওনের কোন বৈশিষ্ট্য বিদ্যমান?

          ক) বিদ্যা প্রকাশের চেষ্টা

          খ) অনুকরণপ্রিয়তা

          গ) লোকরঞ্জন-প্রবৃত্তি

          ঘ) অলংকারের অপপ্রয়োগ

২২। শাওনের প্রতি বঙ্কিমচন্দ্রের পরামর্শ হলো-

i) টাকার জন্য লিখিবেন না

ii) বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না

iii) যশের জন্য লিখিবেন না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

ইদ উপলক্ষ্যে একটি প্রবন্ধ রচনার পর সালমান ঠিক করলো লেখাটি এবারের ইদে নয় বরং পরের ইদে ছাপাবে। পত্রিকার প্রকাশক তাকে লেখাটি জমা দেওয়ার জন্য বারবার তাগাদা দিতে লাগলেন।

২৩। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ অনুযায়ী প্রকাশকের কথা মানলে সালমানের লেখাটি কী হিসেবে গণ্য হবে?

          ক) অনিষ্টকর সাহিত্য

          খ) সাময়িক সাহিত্য

          গ) অনুকরণ সাহিত্য

          ঘ) শ্রেষ্ঠ সাহিত্য

২৪। নিজের সিদ্ধান্তে অটল থাকলে সালমানের যে উপকার হবে-

i) লেখার ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ পাবে

ii) লেখক হিসেবে নিজের উৎকর্ষ সাধিত হবে

iii) অধিক সম্মানিপ্রাপ্তি নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। ‘যশ’ শব্দের অর্থ কী?

          ক) সুনাম

          খ) ক্ষমতা

          গ) সুবিচার

          ঘ) দক্ষতা

২৬। ‘কোটেশন’ অর্থ কী?

          ক) অলংকার

          খ) ব্যঙ্গ

          গ) উদ্ধৃতি

          ঘ) সংশোধন

২৭। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার লেখক কে?

          ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

          খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

          গ) প্রমথ চৌধুরী

          ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়

২৮। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়?

          ক) ১৮৬৫

          খ) ১৮৭৫

          গ) ১৮৮৫

          ঘ) ১৮৯৫

২৯। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

          ক) লোকরহস্য

          খ) কৃষ্ণচরিত্র

          গ) কমলাকান্তের দপ্তর

          ঘ) বিবিধ প্রবন্ধ

৩০। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি লেখক কাদের উদ্দেশ্যে লিখেছেন?

          ক) নবীন লেখক

          খ) প্রাচীন লেখক

          গ) অভিজ্ঞ লেখক

          ঘ) আনাড়ি লেখক

উত্তরমালা

১ঘ

২খ

৩খ

৪ঘ

৫ঘ

৬খ

৭ঘ

৮গ

৯গ

১০ক

১১গ

১২ঘ

১৩ক

১৪গ

১৫গ

১৬ক

১৭ক

১৮ক

১৯ক

২০ঘ

২১গ

২২খ

২৩খ

২৪ক

২৫ক

২৬গ

২৭খ

২৮গ

২৯ঘ

৩০ক

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url