বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের বহুনির্বাচনি - বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধের MCQ - মডেল টেস্ট ১৩
প্রথমে নিজে অনুশীলন করো, তারপর নিচের উত্তরমালা থেকে মিলিয়ে নাও
বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
প্রশ্নমালা
১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কী ছিলেন?
২। বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কতটি?
৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?
৪। ‘কমলাকান্তের দপ্তর’ বঙ্কিমচন্দ্রের একটি-
৬। রচনার দ্বিতীয় অনুচ্ছেদে লেখক কীসের জন্য লিখতে বারণ করেছেন?
৭। অর্থের উদ্দেশ্যে লিখতে গেলে আমাদের কোন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে?
৮। আমাদের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করে লোকরঞ্জন করা হলে রচনা কেমন হয়ে ওঠে?
৯। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনায় কোন ব্যবসায়ীদের নীচ শ্রেণির বলা হয়েছে?
১০। সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণকে বঙ্কিমচন্দ্র কী বলেছেন?
১১। ‘যে বিষয়ে যার অধিকার নাই, সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য’- এ বিষয়টি কোন সাহিত্যে রক্ষিত হয়?
১২। ‘রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক’- কোনটি?
১৩। এখনকার প্রবন্ধে বঙ্কিমচন্দ্র কোনটি বেশি দেখতে পান?
১৪। বঙ্কিমচন্দ্র রচনায় লেখককে কোন ভাষার উদ্ধৃতি ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন?
১৫। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কোনটি?
১৬। ‘এ কথা কদাপি মনে স্থান দিও না’- কোন কথা?
ঘ) মানবকল্যাণের উদ্দেশ্যে লেখা
১৭। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটিকে ‘বাঙ্গালার ভরসা’ বলেছেন?
১৮। ‘যশের জন্য লিখিবেন না।’ তাহলে-
২০। রচনায় বিদ্যা প্রকাশের চেষ্টা করা অনুচিত, কেননা-
i) বিদ্যা থাকলে আপনিই প্রকাশ পায়
v নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
২১। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনা অনুসারে শাওনের কোন বৈশিষ্ট্য বিদ্যমান?
২২। শাওনের প্রতি বঙ্কিমচন্দ্রের পরামর্শ হলো-
ii) বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না
v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
২৪। নিজের সিদ্ধান্তে অটল থাকলে সালমানের যে উপকার হবে-
i) লেখার ভুল-ত্রুটি সংশোধনের সুযোগ পাবে
ii) লেখক হিসেবে নিজের উৎকর্ষ সাধিত হবে
iii) অধিক সম্মানিপ্রাপ্তি নিশ্চিত হবে
২৭। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ রচনার লেখক কে?
২৮। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়?
২৯। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
৩০। ‘বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন’ প্রবন্ধটি লেখক কাদের উদ্দেশ্যে লিখেছেন?
উত্তরমালা
১ঘ |
২খ |
৩খ |
৪ঘ |
৫ঘ |
৬খ |
৭ঘ |
৮গ |
৯গ |
১০ক |
১১গ |
১২ঘ |
১৩ক |
১৪গ |
১৫গ |
১৬ক |
১৭ক |
১৮ক |
১৯ক |
২০ঘ |
২১গ |
২২খ |
২৩খ |
২৪ক |
২৫ক |
২৬গ |
২৭খ |
২৮গ |
২৯ঘ |
৩০ক |