লালসালু উপন্যাস mcq - লালসালু উপন্যাসের mcq - লালসালু উপন্যাসের mcq pdf - পার্ট ১
বহুনির্বাচনি প্রশ্ন
১। সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি?
ক) করাচি
খ) লন্ডন
গ) জার্মানি
২। ‘লালসালু’ কী ধরনের উপন্যাস?
ক) ধর্ম-আশ্রিত
গ) আঞ্চলিক
ঘ) ঘটনানির্ভর
৩। ‘লালসালু’ উপন্যাস প্রথম প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯৪৬
খ) ১৯৪৭
ঘ) ১৯৫০
৪। ‘লালসালু’ উপন্যাসে মতিগঞ্জের সড়ক থেকে মহব্বতনগর গ্রাম কোন দিকে?
ক) পূর্ব
খ) পশ্চিম
ঘ) দক্ষিণ
৫। ‘লালসালু’ উপন্যাসে মজিদ কীভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে?
ক) অলৌকিক ক্ষমতাবলে
খ) সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে
গ) ভালো ব্যবহার করে
ঘ) কূটকৌশল করে
৬। ‘লালসালু’ উপন্যাসে কোঁচবিদ্ধ হয়ে নিহত হয় কে?
ক) তাহের
খ) কাদের
ঘ) আবেদ
৭। মহব্বতনগর গ্রামের মহিলাদের সঙ্গে মজিদের যোগসূত্র-
ক) জমিলা
খ) আমেনা বিবি
ঘ) হাসুনির মা
৮। ঢেঙা বুড়ো কার কথায় বিভ্রান্ত হয়?
খ) খালেক ব্যাপারি
গ) বুড়ি
ঘ) হাসুনির মা
৯। ‘কী মিঞা? তোমার দিলে কি ময়লা আছে?’- মজিদের এই উক্তিতে ‘ময়লা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) হিংসা
খ) সন্দেহ
ঘ) রাগ
১০। ‘লালসালু’ উপন্যাসে ঝড় এলে হৈ হৈ করার অভ্যাস কার?
খ) জমিলার
গ) রহিমার
ঘ) মজিদের
১১। অন্ধকারে মজিদের চোখ কীসের মতো চকচক করে?
ক) আগুনের
গ) ফসলের
ঘ) ধানের
১২। মজিদ কখন আওয়ালপুর গ্রামে পৌঁছেছিলো?
ক) সূর্যোদয়ের সাথে সাথে
গ) দুপুরের পূর্বে
ঘ) সূর্য ডুবে গেলে
১৩। ‘লালসালু’ উপন্যাসে ‘পরগাছা মুরুব্বি’ কে?
ক) খালেক ব্যাপারী
খ) সলেমনের বাপ
ঘ) মোদাব্বের মিয়া
১৪। রহিমা আমেনা বিবির জন্য শখ করে কী রান্না করেছিলো?
ক) সেমাই
খ) পায়েস
ঘ) ক্ষীর
১৫। আক্কাস মহব্বতনগর গ্রামে কী প্রতিষ্ঠা করতে চায়?
খ) কলেজ
গ) হাসপাতাল
ঘ) এনজিও
১৬। আক্কাসের বাবার নাম কী?
ক) খালেক ব্যাপারী
খ) মোবারক মিয়া
গ) কালু মিয়া
১৭। কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ-বেদনার অর্থহীনতায় হারিয়ে যায়?
ক) অসম বিবাহ
খ) মজিদের নিষ্ঠুরতা
ঘ) আমেনা বিবির তালাক
১৮। ‘সে যেন খাঁচায় ধরা পড়েছে।’ – কে খাঁচায় ধরা পড়েছে?
ক) রহিমা
গ) আমেনা
ঘ) হাসুনির মা
১৯। মজিদ ক্রোধে কেমন করে?
ক) চিৎকার
খ) লাফালাফি
ঘ) ফোঁস-ফোঁস
২০। ‘খোদার ওপর তোয়াক্কল রাখো।’ – এটি কার উক্তি?
ক) খালেক ব্যাপারি
খ) তাহেরের বাপ
ঘ) আওয়ালপুরের পির
২১। ‘বতোর দিন’ কীসের সাথে সম্পর্কিত?
ক) ইদ
খ) পূজা
ঘ) বিয়ে
২২। রহিমা ভয় পায়-
i) খোদাকে
ii) মাজারকে
iii) মজিদকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। ‘সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে।’ রূপার সাথে ‘লালসালু’ উপন্যাসের মিল রয়েছে-
i) রহিমার
ii) আমেনার
iii) জমিলার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।’ – উক্তিটির তাৎপর্য হলো-
i) নির্দ্বিধায় বিশ্বাস করা
ii) বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা
iii) অন্ধভাবে বিশ্বাস করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
ধূর্ত তুহিন সাধারণ মানুষের অশিক্ষা ও ধর্মভীতি কাজে লাগিয়ে এলাকাবাসীদের নিয়ন্ত্রণ করে এবং তাবিজ বিক্রি ও পানিপড়া দিয়ে অর্থ উপার্জন করে। তার স্ত্রী সহজ সরল শোভা স্বামীর প্রতি বিশ্বাস, আস্থা ও নির্ভরতায় অন্ধ।
২৫। উদ্দীপকের শোভা ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
ক) আমেনা
গ) জমিলা
ঘ) তানুবিবি
২৬। উদ্দীপকের তুহিন ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়েরই অর্থোপার্জনের কৌশল-
i) প্রতারণা
ii) প্রভাব বিস্তার
iii) ব্যাকুলতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
করিম মুন্সীর স্ত্রী মোমেনা বেশ সহজসরল। স্বামীর প্রতি তার বিশ্বাস, আস্থা ও নির্ভরতা প্রবল। সাধারণ মানুষের সারল্য ও খোদাভীতিকে পুঁজি করে তার স্বামী তাবিজ বিক্রি করে এবং পানিপড়া দিয়ে অর্থ উপার্জন করে।
২৭। উদ্দীপকের মোমেনা ‘লালসালু’ উপন্যাসের যে চরিত্রের প্রতিনিধি সে-
খ) মজিদের দ্বিতীয় স্ত্রী
গ) খালেক ব্যাপারির প্রথম স্ত্রী
ঘ) হাসুনির মা
২৮। উদ্দীপকের করিম মুন্সী ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়েরই ব্যবসার উৎস হলো-
i) প্রতারণা
ii) মানুষের সরলতা
iii) ধর্মভীতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
প্রথম যখন হোসেন মিয়া কেতুপুরে এসেছিলো পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল- ঘষা দিলে গায়ে খড়ি উঠতো। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক।
২৯। উদ্দীপকের হোসেন মিয়া ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়?
ক) লোভী
খ) আগন্তুক
ঘ) ধার্মিক
৩০। ‘লালসালু’ উপন্যাসের মজিদের মতো হোসেন মিয়াও-
i) ভাগ্যান্বেষী
ii) সচ্ছল
iii) সফল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii