কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের বহুনির্বাচনি - কপিলদাস মুর্মুর শেষ কাজ গল্পের MCQ - মডেল টেস্ট ২৪
বহুনির্বাচনি প্রশ্ন
১। শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৩৯
গ) ১৯৪০
ঘ) ১৯৩৮
২। শওকত আলী কোন বিষয়ে অধ্যয়ন করে এমএ পাশ করেন?
খ) ভাষাবিজ্ঞান
গ) উর্দু
ঘ) দর্শন
৩। ১৯৬৮ সালে শওকত আলী কোন পুরস্কার পান?
ক) একুশে পদক
খ) স্বাধীনতা পদক
ঘ) নোবেল পুরস্কার
৪। শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ২০২০
খ) ২০০২
ঘ) ২০১০
৫। শওকত আলীর রচনায় প্রতিফল ঘটেছে-
i) নৃতত্ত্ব
ii) ইতিহাস ও বিজ্ঞান
iii) ইতিহাস ও সমাজবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। শীতের টাঙনে কী ধরনের স্রোত বয়ে যায়?
ক) ভারী স্রোত
খ) মৃদু স্রোত
ঘ) ঝড়োগতি
৭। কোনটি ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ ফেরে?
ক) কচুরিপানা
গ) বুনোফুল
ঘ) ছোটো মাছ
৮। আজকাল শীতের শান্তভাব কোথায় সবসময় বিরাজমান থাকে?
খ) দিগন্তজুড়ে
গ) উজানে
ঘ) নদীর ওপারে
৯। চারদিকে নানা শব্দ থাকার পরও কে চুপচাপ থাকে?
খ) মহিন্দর
গ) বিন্নী
ঘ) দীনদাস
১০। কপিলদাস শীতের রোদে পিঠ দিয়ে আরামে ঝিমোতে পারে কেন?
ক) গা-ছাড়া পরিতৃপ্ত ভাবের জন্য
খ) বিষাদময়তার জন্য
গ) স্মৃতিমন্থনের জন্য
ঘ) স্থবিরতার জন্য
১১। কিশোর কপিলদাসের সার্বক্ষণিক সঙ্গী কে ছিলো?
ক) খরগোশ
গ) বুনো বিড়াল
ঘ) ছাড়ল
১২। বিচারসভার কোন দৃশ্যটা কপিলদাসের স্মরণে আসে না?
ক) শুরুর দৃশ্য
খ) মাঝের দৃশ্য
ঘ) শাস্তির দৃশ্য
১৩। কোথায় বিচার বসেছিলো?
খ) মোড়লের ঘরে
গ) বিচার সভায়
ঘ) সাঁওতাল বস্তিতে
১৪। কার প্রশ্ন শুনে কপিলদাস সজাগ হয়?
ক) ছেলের
খ) ছেলের বউয়ের
ঘ) প্রতিবেশীর
১৫। শলাপরামর্শের জন্য সবাই কোথায় এসে দাঁড়িয়েছে?
ক) মাঠে
খ) স্কুল ঘরে
ঘ) কাছারি ঘরে
১৬। সমাবেশে কে হাত নেড়ে নেড়ে কথা বলছে?
খ) মহিন্দর
গ) মেয়েরা
ঘ) ম্যানেজার
১৭। তিরটা বাঘের কোথায় গিয়ে গেঁথেছিলো?
খ) পিঠে
গ) হাতে
ঘ) পায়ে
১৮। কারা ভাবে বুড়োর ভীমরতি হয়েছে?
খ) ছেলেরা
গ) নাতিরা
ঘ) সমাবেশের লোকজন
১৯। ছিলা টেনে ধনুকের টংকার কে তোলে?
খ) মহিন্দের ছেলে
গ) মহিন্দর
ঘ) মোহন কিস্কু
২০। নদীর ধারে চারিদিকে নানা ঘটনা ঘটে গেলেও কপিলদাস-
i) নড়বে না
ii) কান পাতবে না
iii) কাউকে একটা কথা জিজ্ঞেস করবে না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। সংসারের নিরবচ্ছিন্ন স্রোতে-
i) কাঁপন নেই
ii) উত্তেজনা নেই
iii) চিৎকার নেই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
মীর নিসার আলী তিতুমীর ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের এক মহানায়ক। তৎকালিন ব্রিটিশ বাহিনী তিতুমীরের কাছে বেশ কয়েকবার পরাজিত হয়। তিতুমীর শুধু দেশীয় অস্ত্র দিয়ে ৮৩ হাজার কৃষক সৈন্য দ্বারা আধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত বিশাল ব্রিটিশ বাহিনী প্রতিহত করেন।
২২। উদ্দীপকের সাথে ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো-
i) স্বেচ্ছাচারিতা
ii) অন্যায়ের প্রতিবাদ
iii) একতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩। ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পে উদ্দীপকের কৃষক সৈন্যদের প্রতিনিধি কারা?
ক) মহাজনরা
খ) মোড়লরা
ঘ) পাদ্রিরা
v নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
১০ বছরের আলিয়া প্রতিদিন তার নানাভাইয়ের কাছে গল্প শোনে। একদিন আলিয়াকে সুন্দরবনে হরিণ শিকারের গল্প বলতে গিয়ে নানাভাই রহমত আলী ছেলেবেলায় তার পোষা বিড়াল চুকুর কথা মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন।
২৪। উদ্দীপকে ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে-
i) স্মৃতিকাতরতা
ii) শিশুদেরকে গল্প শোনানো
iii) পোষা প্রাণির প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। ‘চুকু’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) বাঘ
খ) শিয়াল
ঘ) সাদা বক
২৬। ‘কুশিয়ার খেত’ শব্দের অর্থ কী?
ক) ধানখেত
গ) পাটখেত
ঘ) সুপারিখেত
২৭। বিক্রয়ের জন্য প্রদর্শিত দ্রব্যকে কী বলা হয়?
খ) মাদল
গ) বাজার
ঘ) পালকি
২৮। ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পে কী প্রকাশিত হয়েছে?
ক) এক বৃদ্ধার কাহিনী
খ) সাঁওতালদের গৌরবোজ্জ্বল ইতিহাস
গ) বস্তি উজাড়ের কাহিনী
ঘ) ব্রিটিশ শাসন
v নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
চাকমারা পার্বত্য চট্টগ্রামে বাস করে। তারা মূলত পাহাড়ে জুম চাষ করে জীবনধারণ করে। তাদের নিজস্ব ভাষা রয়েছে। পাহাড়ের কোলে বেড়ে ওঠা চাকমারা যুগে যুগে শোষণ-অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।
২৯। উদ্দীপকের চাকমাদের সাথে সাঁওতালদের মিল রয়েছে যেসব ক্ষেত্রে-
i) চাষাবাদে
ii) পরিশ্রমী জীবনযাপনে
iii) অন্যায়ের প্রতিবাদে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। চাকমাদের নিজস্ব ভাষা ‘কপিলদাস মুর্মুর শেষ কাজ’ গল্পের কোন দিককে প্রতিনিধিত্ব করে?
ক) পুশনা পরব
গ) নান্দনিক শব্দযোজনা
ঘ) যথোপযুক্ত প্রেক্ষাপট সৃজন