নেকলেস গল্পের বহুনির্বাচনি - নেকলেস গল্পের MCQ - মডেল টেস্ট ২৩
বহুনির্বাচনি প্রশ্ন
১। গী দ্য মোপাসাঁ কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৮৯২
গ) ১৮৯৪
ঘ) ১৮৯৫
২। মাদাম লোইসেলের শারীরিক অবস্থার পতন ঘটার মূল কারণ-
ক) শারীরিক দূর্বলতা
গ) প্রতিহিংসা
ঘ) উচ্চভিলাষ
৩। স্যাটিন কী?
ক) রাজকীয় প্রাসাদ
গ) খ্রিস্টানধর্মীয় প্রতীক
ঘ) মিশনারিদের আবাস
v নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
বড়লোক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য তাহমিদ বন্ধুর দামি মোটরসাইকেল ধার করে নেয়। রাতে গাড়িটি চুরি হয়ে যায়। সে বিষয়টি বন্ধুকে জানালে বন্ধু বলে, ‘কী আর করার। যা হওয়ার সে তো হয়েছে।’
৪। উদ্দীপকে তাহমিদ ‘নেকলেস’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
খ) লোইসেল
গ) ফোরস্টিয়ার
ঘ) ম্যাডোনা
৫। উদ্দীপকের তুলনায় ‘নেকলেস’ গল্পের পরিসমাপ্তি অধিক-
ক) নাটকীয়
খ) স্বাভাবিক
গ) প্রত্যাশিত
৬। পূর্ণেন্দু দস্তিদার পেশাগত জীবনে কী ছিলেন?
ক) অধ্যাপক
খ) প্রকৌশলী
গ) ব্যবসায়ী
৭। গুস্তাভ ফ্লবেয়ার কে?
ক) একজন অভিনেতা
খ) একজন রাষ্ট্রনায়ক
ঘ) একজন সৈনিক
৮। সাহিত্য সাধনার ক্ষেত্রে গী দ্য মোপাসাঁর দৃষ্টিভঙ্গি কেমন?
ক) সামাজিক
খ) অসাম্প্রদায়িক
গ) রাজনৈতিক
৯। গী দ্য মোপাসাঁর সাহিত্য চর্চার জগৎ তৈরিতে প্রভাব পড়েনি-
i) রাজনৈতিক দৃষ্টিভঙ্গির
ii) সামাজিক চেতনার
iii) ধর্মীয় বোধের
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ‘নেকলেস’ গল্পের মাতিলদা সবসময় ব্যথিত থাকতো। কেননা তার ছিলো প্রচণ্ড রকমের-
ক) সৌন্দর্যবোধ
গ) জীবনাকাঙ্ক্ষা
ঘ) অহংকার
১১। মাদাম লোইসেলের ঘরটি কে তৈরি করেছিলো?
খ) স্থূল হার্মিতেয়
গ) খর্বকায় জিম
ঘ) স্থূল ডেন
১২। লোইসেলের বন্ধুরা কোন পাখি শিকারে গিয়েছিলো?
ক) ঈগল
খ) বক
ঘ) সারস
১৩। মাতিলদার স্বামী কোথায় আধঘুমে বসেছিল?
ক) গাড়িতে
গ) বৈঠকখানায়
ঘ) আরাম কেদারায়
১৪। মাদাম লোইসেলের স্বামী পেশায় কী ছিলেন?
খ) স্বর্ণকার
গ) পাহারাদার
ঘ) মজুতদার
১৫। ফোরস্টিয়ারের চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক) দানশীলতা
খ) মহানুভবতা
গ) পরোপকারিতা
১৬। লোইসেল পরিবার প্রথমে কোথায় বসবাস করতো?
ক) কলেজ স্ট্রিটে
খ) রিপন স্ট্রিটে
ঘ) ডালহৌসি স্ট্রিটে
১৭। ফোরস্টিয়ার মাতিলদাকে চিনতে পারেনি কেন?
ক) কঠোর শ্রমে চেহারা পাল্টে গিয়েছিলো
খ) মেকআপে চেহারা ঢাকা পড়েছিলো
গ) বয়সে চেহারা বিকৃত হয়েছিলো
ঘ) নিপীড়নে চেহারা মলিন হয়েছিলো
১৮। মাতিলদার প্রিয় বস্তুর মধ্যে অন্যতম-
i) ফ্রক
ii) জড়োয়া গহনা
iii) খাবার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। ‘নেকলেস’ গল্পে মি. লোইসেলের চরিত্রে কী প্রকাশ পেয়েছে?
i) স্ত্রীর প্রতি ভালোবাসা
ii) কষ্ট সহিষ্ণু মনোভাব
iii) কঠোর পরিশ্রমী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। মাদাম লোইসেল ব্যথিত হতো-
i) স্বামীর অবহেলার কারণে
ii) গৃহের জীর্ণ আসবাবপত্র দর্শনে
iii) পারিবারিক দারিদ্র্যের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস
ওপারেতে সর্ব সুখ আমার বিশ্বাস।’
২১। উদ্দীপকের সঙ্গে মাদাম লোইসেলের সাদৃশ্য রয়েছে-
i) নিজের অবস্থায় সুখী নয় বলে
ii) সে দরিদ্র ও নিঃস্ব বলে
iii) স্বামীর অস্বচ্ছলতার দিক থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২২। ‘নেকলেস’ গল্প ও উদ্দীপকের মূল প্রতিপাদ্য বিষয় কী?
খ) সামর্থে্যর অতিরিক্ত চাহিদা
গ) উচ্চাভিলাষ
ঘ) প্রকৃত সুখের ঠিকানা না জানা
v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
স্বল্প বেতনে চাকরি করা হিমেল বন্ধুর দেখাদেখি কিস্তিতে একটি মোটরসাইকেল কিনে বসে। প্রতিমাসে কিস্তির টাকা শোধ করতে করতে সে এখন সর্বস্বান্ত।
২৩। উদ্দীপকের চরিত্রের সঙ্গে ‘নেকলেস’ গল্পের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?
ক) জর্জ রেমপননু
খ) মাদাম ফোরস্টিয়ার
গ) মি. লোইসেল
২৪। উল্লিখিত চরিত্রটির বিপর্যয়ের কারণ-
i) লোভ
ii) নিয়তি
iii) উচ্চাকাঙ্ক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। ফ্রান্সে কাদেরকে মসিঁয়ে সম্বোধন করা হয়?
ক) নারীদের
গ) মন্ত্রীদের
ঘ) কর্মকর্তাদের
২৬। একসময় ফরাসি মুদ্রা কী ছিল?
খ) ডলার
গ) ইয়েন
ঘ) টাকা
২৭। ‘নেকলেস’ গল্পে রাজকীয় প্রাসাদ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) এলিসি প্রাসাদ
খ) ভিক্টোরিয়া প্যালেস
গ) বাকিংহাম প্যালেস
২৮। ‘নেকলেস’ গল্পটি কোন ভাষা থেকে অনুদিত?
ক) স্প্যানিশ
খ) ল্যাটিন
গ) ইংরেজি
২৯। ‘নেকলেস’ গল্পের মূল তাৎপর্য কী?
ক) কষ্ট করলে কেষ্ট মেলে
খ) অহংকার পতনের মূল
ঘ) কোনোটিই নয়
৩০। ‘নেকলেস’ গল্পটি কেন বিপুল জনপ্রিয়তা লাভ করে?
ক) আকর্ষণীয় চরিত্রের জন্য
খ) আকর্ষণীয় গঠনশৈলীর জন্য
গ) আকর্ষণীয় বর্ণনার জন্য