রেইনকোট গল্পের বহুনির্বাচনি - রেইনকোট গল্পের MCQ - মডেল টেস্ট ২২
বহুনির্বাচনি প্রশ্ন
১। ‘পাকিস্তান বাঁচাতে হলে স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাতে হবে’ – এ নিবেদনটি করেছে –
ক) মিন্টু
খ) ইসহাক
ঘ) নুরুল হুদা
২। প্রিন্সিপাল আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে কেন?
ক) শিক্ষিত মানুষ বলে
খ) মিলিটারিদের সঙ্গে আঁতাত থাকায়
ঘ) মিসক্রিয়েন্টদের সহচর বলে
৩। ‘রেইনকোট’ গল্পের নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন?
ক) ভূগোল
খ) পদার্থ
গ) আরবি
৪। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠেনা কেন?
ক) আঘাত সয়ে যাওয়ায়
খ) মৃত্যু নিশ্চিত জানায়
গ) মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়
ঘ) শরীর অবশ হওয়ায়
৫। ‘রেইনকোট’ গল্পে রেইনকোট কীসের তাৎপর্য বহন করে?
ক) মুক্তিযুদ্ধের ইতিহাস
গ) মুক্তিযুদ্ধের শোকগাঁথা
ঘ) মুক্তিযুদ্ধের ভয়াবহতা
৬। ‘রেইনকোট’ গল্পে প্রকাশিত হয়েছে-
i) অনুভূতির তীব্রতা
ii) আবেগের তীব্রতা
iii) দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
‘শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে।’
৭। উদ্দীপকের সঙ্গে ‘রেইনকোট’ গলে।পর সাদৃশ্যপূর্ণ বিষয়টি হলো-
i) গ্রেনেড ছোঁড়া
ii) মুক্তিযুদ্ধের সময়
iii) সালাম ও বরকত শহিদ হওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। উদ্দীপকের কোন বিষয়টিতে ‘রেইনকোট’ গল্পের মিল পাওয়া যায়?
ক) ক্রাক-ডাউন রাতে ট্যাঙ্কের হুংকার
খ) মানুষ মেরে ফেলা
গ) বাড়িঘর জ্বালিয়ে দেওয়া
ঘ) মুক্তিযোদ্ধাদের গেরিলা যুদ্ধ
v নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।’
৯। উদ্দীপকের ‘মোরা’ ‘রেইনকোট’ গলে।পর কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয়?
ক) প্রফেসর আকবর সাজিদ ও মিন্টু
গ) আফাজ আহমদ ও নুরুল হুদা
ঘ) প্রফেসর আকবর সাজিদ ও ইসহাক
১০। উদ্দীপকের ভাবানুষঙ্গে ‘রেইনকোট’ গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক) নির্বিচারে গণহত্যা
খ) গেরিলা আক্রমণ
ঘ) সাবভার্সিভ অ্যাকটিভিটিজ
১১। আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাসের সংখ্যা কয়টি?
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১২। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৯৫
খ) ১৯৯৬
ঘ) ১৯৯৮
১৩। ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের নাম কী?
ক) ড. আকবর সাজিদ
গ) ড. আবদুস সাত্তার মৃধা
ঘ) ড. ইসহাক
১৪। ‘সব ভেস্তে দিলো’ – এখানে কী ভেস্তে দেওয়ার কথা বলা হয়েছে?
ক) পরিকল্পনা
খ) আয়োজন
ঘ) পূর্বপ্রস্তুতি
১৫। ‘রেইনকোট’ গল্পে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদবিগ্ন থাকে কে?
ক) নুরুল হুদা
গ) আকবর সাজিদ
ঘ) মিন্টু
১৬। কীসের উপর অবিরাম বৃষ্টি পড়ছে?
ক) মাথার
খ) ছাতার
গ) রিকশার
১৭। ‘রেইনকোট’ গল্পে প্রিন্সিপালের মুখের রং পরিবর্তিত হয় কেন?
ক) খুশিতে
গ) উত্তেজনায়
ঘ) দুশ্চিন্তায়
১৮। নুরুল হুদা সাহসী হয়েছিলেন কীভাবে?
ক) মিসক্রিয়েন্টদের কারণে
খ) অত্যাচারিত হওয়ার কারণে
ঘ) মুক্তিযুদ্ধের কারণে
১৯। ‘রেইনকোট’ গল্পে জিওগ্রাফির প্রফেসরের নাম কী?
ক) আকবর সাজিদ
খ) নুরুল হুদা
ঘ) আফাজ আহমেদ
২০। ‘রেইনকোট’ গল্পে ‘আনঅথরাইজড কনস্ট্রাকশন’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
খ) স্মৃতিসৌধ
গ) কলেজ ভবন
ঘ) মসজিদ
২১। মিন্টুর জন্য কাকে একস্ট্রা তটস্থ থাকতে হয়?
খ) আফাজ আহমদকে
গ) ইসহাক মিয়াকে
ঘ) আকবর সাজিদকে
২২। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর ছিলেন?
ক) বাংলা
খ) আরবি
গ) কেমিস্ট্রি
২৩। মিলিটারি কাদের ছদ্মবেশী মিসক্রিয়েন্ট মনে করে?
ক) শিক্ষকদের
গ) বাসযাত্রীদের
ঘ) পিওনদের
২৪। কলেজে ক্লাস বন্ধ থাকার মূল কারণ ছিলো-
i) বন্যা
ii) মিলিটারি ক্যাম্প
iii) শীতকালীন বন্ধ
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও:
মুক্তিযোদ্ধা কাসেম মামা ও তার বন্ধু মিলে খালের পানিতে চুবিয়ে পাকিস্তানি সৈন্যটিকে মারতে পারলো। সাঁতার না জানায় ওদের ছিলো ভীষণ ভয়।
২৫। উদ্দীপকের সাঁতার না জানার বিষয়টি ‘রেইনকোট’ গল্পের কোন সময়ের কথা স্মরণ করিয়ে দেয়?
ক) বঙ্গভঙ্গের
খ) ১ম বিশ্বযুদ্ধের
গ) ভাষা আন্দোলনের
২৬। ‘রেইনকোট’ গল্পে উদ্দীপকের বিষয়টি কীভাবে বর্ণিত?
ক) আন্তরিকতার সঙ্গে
খ) অতি উৎসাহে
ঘ) প্রতিহিংসাপরায়ণতায়
২৭। ‘তোড় দিয়া’ শব্দটির অর্থ কী?
ক) পালিয়ে গিয়েছে
গ) তাড়া দিয়েছে
ঘ) দৌড় দিয়েছে
২৮। ‘ক্যায়সে’ শব্দের অর্থ কী?
ক) কেন
গ) কখন
ঘ) জী জন্য
২৯। মুক্তিযুদ্ধে মিলিটারিদের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক) মহত্ত্ব
খ) আধিপত্য
ঘ) দেশপ্রেম
৩০। ‘রেইনকোট’ গল্পের পটভূমি কোনটি?
ক) বৃষ্টির দিনের প্রতিক্রিয়া
গ) পাকিস্তানের পতনকাল
ঘ) অসহযোগ আন্দোলন