মাসি পিসি গল্পের বহুনির্বাচনি - মাসি পিসি গল্পের MCQ - মডেল টেস্ট ২১

বহুনির্বাচনি প্রশ্ন

১। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি?

          ক) টিকটিকি              

খ) সরীসৃপ

          গ) অতসীমামী           

ঘ) হলুদ পোড়া

২। প্রাগৈতিহাসিক কী ধরনের রচনা?

          ক) ছোটোগল্প             

খ) নাটক

          গ) উপন্যাস               

ঘ) ইতিহাস

৩। প্রাগৈতিহাসিক কার লেখা?

          ক) মানিক বন্দ্যোপাধ্যায়

          খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

          গ) সৈয়দ শামসুল হক

          ঘ) আল মাহমুদ

৪। জগুর বন্ধুর নাম কী?

          ক) হরিশ                  

খ) পরেশ

          গ) সতীশ                 

ঘ) কৈলাশ

৫। ‘মরতে মোরা মেয়েকে পাঠাবো না’- কে বলে?

          ক) মাসি                  

খ) পিসি

          গ) জগু                    

ঘ) কৈলাশ

৬। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

          ক) ১৮০৮                

খ) ১৯০৮

          গ) ১৮৩৮                

ঘ) ১৯৩৮

৭। ‘মাসি-পিসি’ গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

          ক) পুলের কাছে          

খ) গঞ্জের বাজারে

          গ) খালের ধারে           

ঘ) কাছারি বাড়িতে

৮। ছলছল চোখে আহ্লাদির দিকে কে তাকিয়ে ছিলো?

          ক) মাসি                  

খ) পিসি

          গ) জগু                    

ঘ) বুড়ো রহমান

৯। আহ্লাদিকে তার স্বামী যেভাবে নিয়ে যাবে বলে কৈলাশকে জানায়-

          ক) নৌকায় করে          

খ) জোর খাটিয়ে

          গ) মামলা করে           

ঘ) কৌশল করে

১০। ‘মাসি-পিসি’ গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা গিয়েছিলো?

          ক) টাইফয়েড            

খ) ম্যালেরিয়া

          গ) কলেরা                

ঘ) বসন্ত

১১। মাসি-পিসি তাদের সংগ্রামী জীবনে নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিলো না?

          ক) ধান ভানা

          খ) কাঁথা সেলাই করা

          গ) ডালের বড়ি বেচা

          ঘ) অন্যের বাসায় কাজ করা

১২। ‘যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।’ – এই বাক্যে প্রকাশ পেয়েছে-

          ক) সশস্ত্র প্রতিরোধ       

খ) বলিষ্ঠ প্রতিবাদ

          গ) মানবিক জীবনযুদ্ধ    

ঘ) অস্তিত্বের সংগ্রাম

১৩। যে শক্তির দ্বারা মাসি-পিসি আহ্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিলো, তা হলো-

i) সাহস

ii) ঐক্য

iii) গায়ের জোর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৪। ‘মাসি-পিসি’ গল্পে প্রকাশ পেয়েছে-

i) নারীর লাঞ্ছনার চিত্র

ii) তৎকালীন সমাজবাস্তবতা

iii) প্রান্তিক জীবনের অসহায়ত্ব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের গ্রামীণ যুবক আবুল বউ পিটিয়ে আনন্দ উপভোগ করে।

১৫। উদ্দীপকের আবুলের সঙ্গে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?

          ক) কৈলাশ                

খ) বুড়ো রহমান

          গ) জগু                    

ঘ) গোকুল

১৬। ‘মাসি-পিসি’ গল্পের উক্ত চরিত্রের সঙ্গে উদ্দীপকের আবুলের সাদৃশ্য কোথায়?

          ক) স্ত্রীর প্রতি নিষ্ঠুর আচরণে

          খ) স্ত্রীর প্রতি অবজ্ঞায়

          গ) স্ত্রীর প্রতি নির্যাতনে

          ঘ) স্ত্রীর প্রতি কর্তৃত্বপরায়ণতায়

v নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

জীর্ণ বস্ত্রে ক্ষুধার্ত ছোট্ট মেয়েটিকে দেখে পিয়ারা বেগমের নিজের মৃত নাতনির কথা মনে পড়ে গেলো।

১৭। উদ্দীপকের পিয়ারা বেগমের সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রটি সমত সৃষ্টি করে?

          ক) রহমান                

খ) কৈলাশ

          গ) জগু                    

ঘ) বিপিন

১৮। ‘মাসি-পিসি’ গল্পের আলোকে উদ্দীপকে প্রকাশিত ভাবকে কী বলা যায়?

i) বাৎসল্য

ii) ভালোবাসা

iii) শোক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

ট্রেনে উঠেই বুড়ো লোকটিকে দেখলাম। সে আমার দিকে তাকালো করুণ দৃষ্টিতে। জানি না, আমার মতো তার একটা ছেলে ছিলো কিনা।

১৯। উদ্দীপকের বুড়ো লোকটির সাথে ‘মাসি-পিসি’ গল্পের কোন চরিত্রটি সমতা সৃষ্টি করে?

          ক) কৈলাশ                

খ) রহমান

          গ) বিপিন                 

ঘ) জগু

২০। উদ্দীপকের মধ্যে যে ভাবটি প্রকাশ পেয়েছে ‘মাসি-পিসি’ গল্পের আলোকে এ ভাবকে বলা যায়-

i) পিতার ভালোবাসা

ii) সন্তানবাৎসল্য

iii) হারানোর যন্ত্রণা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২১। ‘মাসি-পিসি’ জীবিকার তাগিদে কী ব্যবসা শুরু করেন?

          ক) কাপড়ের              

খ) শাকসবজির

          গ) খড়ের                 

ঘ) হাঁস-মুরুগির

২২। ‘মাসি-পিসি’ গল্পের খলনায়ক কে?

          ক) বংশী                  

খ) কৈলাশ

          গ) রহমান                

ঘ) গোকুল

২৩। সালতি কোথায় লাগানো ছিলো?

          ক) পুকুরের ধারে         

খ) খালের ধারে

          গ) নদীর ধারে            

ঘ) সমুদ্রের ধারে

২৪। জগু মাসি-পিসির বাড়িতে গেলে কেমন অভ্যর্থনা পায়?

          ক) গালমন্দ শোনে       

খ) কটুকথা শোনে

          গ) অসম্মানিত হয়        

ঘ) জামাই আদর পায়

২৫। আহ্লাদির মা এবং ভাই কোন রোগে মারা যায়?

          ক) ডায়রিয়া              

খ) কলেরা

          গ) যক্ষা                   

ঘ) আমাশয়

২৬। ‘মাসি-পিসির সেবাযত্নে মৃত্যুপথযাত্রী আহ্লাদি বেঁচে গিয়েছিলো’- এ উক্তির অন্তর্নিহিত কথা কোনটি?

          ক) স্বামীর অত্যাচারে জর্জরিত

          খ) সন্তানসম্ভাবনায় অসুস্থ

          গ) ডায়েরিয়ায় আক্রান্ত

          ঘ) অনাহারে-অপুষ্টিতে ভগ্নাবস্থা

২৭। মাসির উপর পিসির অবজ্ঞা ও অবহেলার ভাব ছিলো কেন?

          ক) পিসির নিজের বাড়ি বলে

          খ) পিসির বাপের বাড়ি বলে

          গ) পিসি বদমেজাজি বলে

          ঘ) পিসির শারীরিক শক্তি বেশি বলে

২৮। কানাই চৌকিদারের সঙ্গে লাল পাগড়িওয়ালা যে অচেনা লোকাটি মাসি-পিসির বাড়িতে আসে সে আসলে কে?

          ক) একজন চৌকিদার    

খ) একজন দফাদার

          গ) একজন কনস্টেবল    

ঘ) একজন দারোগা

২৯। কদমছাঁটা চুল বলতে কেমন চুলকে বোঝায়?

          ক) কাঁধ পর্যন্ত লম্বা চুল   

খ) কোঁকড়ানো চুল

          গ) ছোটো করে ছাঁটা চুল 

ঘ) আধাপাকা চুল

৩০। ‘খুনশুটি’ কী?

          ক) হাসি-তামাশা         

খ) মারামারি

          গ) অন্যায় দাবি           

ঘ) পক্ষপাতিত্ব

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url