লাইব্রেরি প্রবন্ধের বহুনির্বাচনি । লাইব্রেরি গল্পের বহুনির্বাচনি । Library MCQ


অষ্টম শ্রেণি

বিষয়: লাইব্রেরি

Library MCQ


১। লাইব্রেরি কত প্রকার?

          ক) এক                    খ) দুই

          গ) তিন                    ঘ) চার

২। ব্যক্তির পছন্দ অনুযায়ী রচনার প্রাচুর্য থাকে কোন ধরনের লাইব্রেরিতে?

          ক) পারিবারিক            খ) ব্যক্তিগত

          গ) সাধারণ                 ঘ) জাতীয়

৩। কল্পনার তাজমহল বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?

          ক) ব্যক্তিগত চিন্তাভাবনা

          খ) ব্যক্তির নিচের ইচ্ছা

          গ) ব্যক্তির নিজস্ব রুচি শিল্পমন

          ঘ) কল্পনার সাম্রাজ্য

৪। সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায় কোথায় লক্ষণীয়?

          ক) ব্যক্তিগত লাইব্রেরিতে

          খ) পারিবারিক লাইব্রেরিতে

          গ) জাতীয় লাইব্রেরিতে

          ঘ) সামাজিক লাইব্রেরিতে

৫। জ্ঞান অর্জন ছাড়াও লাইব্রেরি বা পুস্তক সংগ্রহ কী কাজে লাগে?

          ক) বিতরণের কাজে লাগে

          খ) গৃহসজ্জার কাজে লাগে

          গ) ব্যবসার কাজে লাগে

          ঘ) প্রদর্শনীর কাজে লাগে

৬। গৃহসজ্জার রুচিশীল ও মননশীল হৃদয়ের পরিচয় মিলে কোনটিতে?

          ক) ব্যক্তিগত আলমারি

          খ) কারুকার্যময় সুকেস

          গ)সাজানো গোছানো বই

          ঘ) দামি টাইলস

৭। ধনীদের চামড়ার তলে কী সুপ্ত রয়েছে?

          ক) অর্থ                     খ) বই

          গ) মন                     ঘ) আশা

৮। ধনীরা কীভাবে সচেতন হয়ে উঠবেন?

          ক) পুস্তক ক্রয় করে      

খ) লাইব্রেরি প্রতিষ্ঠা করে

          গ) বই পড়ে

          ঘ) স্কুল প্রতিষ্ঠা করে

৯। লাইব্রেরি সৃষ্টিতে ধনীদের চেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা কাদের?

          ক) প্রতিবেশীদের          খ) মাতাপিতার

          গ) শিক্ষার্থীদের            ঘ) পুত্রকন্যাদের

১০। নিচের কোনটি জ্ঞানের বাহন?

          ক) লাইব্রেরি               খ) স্কুল

          গ) শিক্ষক                 ঘ) বই

১১। সাধারণ লাইব্রেরির ক্ষেত্রে সতর্ক থাকতে হয় কেন?

          ক) পুস্তক নির্বাচনে        খ) পুস্তক ক্রয়ে

          গ) পুস্তক সাজাতে         ঘ) পুস্তক সংগ্রহে

১২। জাতীয় বৈশিষ্ট্য বা সংকীর্ণতার পরিচয় কম দিতে হবে কখন?

          ক) পুস্তক সংগ্রহ বিষয়ে   খ) পুস্তক নির্বাচনকালে

          গ) পুস্তক শ্রেণিবদ্ধ করতে ঘ) পুস্তক ক্রয়ে

১৩। প্রাবন্ধিকের মতে পুস্তক নির্বাচনকালে কেমন মনোভাব হওয়া উচিত নয়?

          ক) সহানুভূতিশীল মনোভাব

          খ) উদার মনোভাব

          গ) সাহিত্যিক মনোভাব

          ঘ) সংকীর্ণ মনোভাব

১৪। জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড কোনটি?

          ক) স্কুল                    খ) শিক্ষক

          গ) জাদুঘর                 ঘ) লাইব্রেরি

১৫। পুস্তক অধ্যয়ন ব্যতীত বুদ্ধির জাগরণ অসম্ভব কেন?

          ক) মন সংকুচিত থাকে

          খ) সৃজনশীলতা থাকে না বলে

          গ) জ্ঞানার্জন হয় না বলে

          ঘ) মানসিক বিকাশ ব্যহত হয়

১৬। সাধারণের হুকুম চালাবার কিছু নেই-

i) ব্যক্তিগত লাইব্রেরিতে

ii) পারিবারিক লাইব্রেরিতে

iii) সাধারণ লাইব্রেরিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৭। ব্যক্তিগত লাইব্রেরি গড়ে ওঠে-

i) ব্যক্তির খেয়ালমতো

ii) পরিবারের ইচ্ছায়

iii) মনের প্রতিবিম্বে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৮। ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি-

i) রাজা

ii) স্বাধীন

iii) স্বতন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

১৯। ব্যক্তিগত লাইব্রেরি ও পারিবারিক লাইব্রেরির পার্থক্য দেখা যায় যে দিক থেকে-

i) বইয়ের পরিমাণ

ii) রুচি

iii) পুস্তক নির্বাচন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:

জাতির ‍উন্নতির জন্য সাহিত্য, শিল্প ও ধর্মচর্চা গুরুত্বপূর্ণ। এগুলো হলো এমন কাজ, যা করার মাধ্যমে মানুষ আনন্দ পায়। এসব কাজের মধ্যে আছে নতুন কিছু সৃষ্টির আনন্দ।

২০। উদ্দীপকের কাজগুলোকে ‘লাইব্রেরি’ প্রবন্ধে কী নামে অভিহিত করা হয়েছে?

          ক) আত্মরক্ষা              খ) স্বার্থ প্রসার

          গ) সংগ্রহ                  ঘ) আত্মপ্রকাশ

২১। উদ্দীপকের কাজগুলোই ‘লাইব্রেরি’ প্রবন্ধের যে ভাবটি ফুটে উঠেছে-

i) জাতির পশ্চাদপসারণ হয়

ii) জাতির উন্নতি হয়

iii) মানসিক ও আত্মিক উন্নতি হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

লাইব্রেরির জন্য বই নির্বাচনে বিভিন্ন দিক বিবেচনা করতে হয়। বই নির্বাচনে সাবধান থাকতে হয় এবং বই শ্রেণিবদ্ধ করতেও সতর্কতা অবলম্বন করতে হয়।

২২। ‘লাইব্রেরি’ প্রবন্ধের কোন বার্তাটি উদ্দীপকে ফুটে উঠেছে?

          ক) পুস্তক নির্বাচনে সচেতনতা

          খ) পুস্তক শ্রেণিবদ্ধ করতে সতর্কতা

          গ) পুস্তক সংগ্রহে সাবধানতা

          ঘ) পুস্তক পাঠে সতর্কতা

২৩। উদ্দীপক ও প্রবন্ধে বই নির্বাচনের সময় যে বিষয়গুলোর প্রতি জোর দেওয়া হয়েছে-

i) সংকীর্ণ মনোভাবসম্পন্ন হওয়া যাবে না

ii) বিশেষ সম্প্রদায়ের পরিচয় দিতে হবে

iii) জাতীয় সংকীর্ণতার পরিচয় কম দিতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৪। ‘সর্ববিদ্যাবিশারদ’ বলতে লেখক কী বুঝিয়েছেন?

          ক) গবেষক                খ) সব বিষয়ে পণ্ডিত

          গ) জ্ঞানের ভান্ডার         ঘ) পাণ্ডিত্য

২৫। ‘বৈদগ্ধ্য’ শব্দের অর্থ কী?

          ক) পাণ্ডিত্য                খ) পণ্ডিত

          গ) জ্ঞানী                   ঘ) নৈপুণ্য

২৬। ‘পরার্থ’ শব্দের অর্থ কী?

          ক) পরের অপকার         খ) কৃতজ্ঞ

          গ) পরের উপকার         ঘ) অকৃতজ্ঞ

২৭। নিচের কোনটি বৈপরীত্য প্রকাশ করে?

          ক) উদ্ভাবন                 খ) আবিষ্কার

          গ) গবেষণা                ঘ) কোনোটিই নয়

২৮। সমবায়নীতির সাথে সম্পর্কিত-

          ক) ব্যক্তির উন্নয়ন নীতি

খ) জনগণের কল্যাণ নীতি

          গ) রাষ্ট্রের অগ্রগতির নীতি

          ঘ) পরিবারের ঐক্য নীতি

২৯। মানবসভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান সঞ্চিত থাকে কোথায়?

          ক) পুস্তকে                 খ) লাইব্রেরিতে

          গ) স্কুলে                    ঘ) পূর্ব প্রজন্মের কাছে

৩০। ‘লাইব্রেরি’ প্রবন্ধের লেখক কে?

          ক) কাজী মোতাহার হোসেন

          খ) মোতাহার হোসেন চৌধুরী

          গ) মোতাহের হোসেন চৌধুরী

          ঘ) প্রমথ চৌধুরী

Previous Post
No Comment
Add Comment
comment url