নবম দশম শ্রেণি – বাংলা ২য় পত্র পরিচ্ছেদ: ১১ (প্রত্যয়) থেকে বহুনির্বাচনি । Prottoy mcq
নবম দশম শ্রেণি – বাংলা ২য় পত্র
পরিচ্ছেদ: ১১ (প্রত্যয়)
১। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
ক) ভাজি খ) বিবাহিত
গ) দৈনিক ঘ) পাগলামি
২। নিচের কোন শব্দটি ‘উয়া’ প্রত্যয় যোগে গঠিত?
ক) লাগোয়া খ) ঘরোয়া
গ) পড়ুয়া ঘ) বাড়িওয়ালা
৩। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
ক) স্থাবর খ) চতুর্থ
গ) কবিত্ব ঘ) মেঘলা
৪। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?
ক) জমিদারি খ) জ্যাঠামি
গ) বাহাদুরি ঘ) ডাক্তারি
৫। বৃহৎ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক) বাঘা খ) ঢাকাই
গ) ডিঙা ঘ) জমিদারি
৬। টাক + ও = টেকো – এখানে ‘ও’ প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) নিন্দা অর্থে খ) যুক্ত অর্থে
গ) ভাব অর্থে ঘ) জাত অর্থে
৭। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে কী বলে?
ক) উপসর্গ খ) অনুসর্গ
গ) যোজক ঘ) প্রত্যয়
৮। ‘চোরা’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোন অর্থে?
ক) অপরাধী খ) অবজ্ঞা
গ) সামান্যতা ঘ) নিন্দা
৯। প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় নিচের কোন শব্দ?
ক) কানাই খ) গেঁয়ো
গ) বেতো ঘ) চোরা
১০। নিচের কোনটি কৃৎপ্রত্যয় সাধিত শব্দ?
ক) বর্ধমান খ) বুদ্ধিমান
গ) জ্ঞানমান ঘ) দয়াবান
১১। ‘কৃদন্তপদ’ কী?
ক) কৃৎপ্রত্যয় সাধিত শব্দ
খ) তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ
গ) মৌলিক শব্দ
ঘ) মনু+বতুপ
১২। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কী বলে?
ক) কৃৎপ্রত্যয় খ) তদ্ধিত প্রত্যয়
গ) কৃদন্ত পদ ঘ) তদ্ধিতান্ত পদ
১৩। কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক) স্থায়ী খ) ঢাকাই
গ) শৈশব ঘ) বাঘা
১৪। নিচের শব্দটিতে ‘আগত’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
ক) ঢাকাই খ) দখিনা
গ) কানাই ঘ) ডাক্তারি
১৫। ‘দর্শনীয়’ শব্দের সঠিক শব্দগঠন কোনটি?
ক) দর + শনীয় খ) দৃশ্য + নীয়
গ) দৃষ্টি + য় ঘ) দৃশ + অনীয়
১৬। নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়জাত শব্দের উদাহরণ নয়?
ক) শৈশব খ) দাপট
গ) বাঘা ঘ) শয়ান
১৭। ‘ডিঙা’ শব্দের ‘আ’ প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সদৃশ খ) বৃহৎ
গ) ছোটো ঘ) পূর্ণ
১৮। ‘নিন্দা’ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
ক) বর্ধমান খ) বুদ্ধিমান
গ) জেঠামি ঘ) বেতো
১৯। ‘ইতর’ শব্দের সাথে ‘আমি’ প্রত্যয় যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করে?
ক) ভাব খ) নিন্দা
গ) অবজ্ঞা ঘ) সংশ্লিষ্ট
২০। সদৃশ অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
ক) বাঘা খ) ঢাকাই
গ) টেকো ঘ) চোরা
২১। নিচের কোনটি কৃদন্ত শব্দ?
ক) শৈশব খ) সলিল
গ) বিবিয়ানা ঘ) গ্রামীণ
২২। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ?
ক) নেত্র খ) হামলা
গ) চড়ক ঘ) পানসে
২৩। ‘নৈপুণ্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে?
ক) ডাক্তারি খ) নেয়ে
গ) বাহাদুরি ঘ) বাঘা
২৪। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দ?
ক) পাঠক খ) শুনানি
গ) স্থায়ী ঘ) রাষ্ট্রীয়
২৫। শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয়?
ক) প্রথমে খ) শেষে
গ) মধ্যে ঘ) যেকোনো স্থানে
২৬। শব্দমূলের অন্য নাম কী?
ক) ধ্বনিমূল খ) প্রকৃতি
গ) শব্দগুচ্ছ ঘ) বিভক্তি
২৭। কোনটিতে ‘যুক্ত’ অর্থে প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
ক) মেছো খ) টেকো
গ) গেছো ঘ) গেঁয়ো
২৮। কৃৎপ্রত্যয় সাধিত পদটিকে কী বলা হয়?
ক) বিভক্তিযুক্ত পদ খ) সমাসবদ্ধ পদ
গ) কৃদন্ত পদ ঘ) সমস্ত পদ
২৯। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী?
ক) প্রত্যয়ান্ত শব্দ খ) কৃদন্ত শব্দ
গ) তদ্ধিতান্ত শব্দ ঘ) সাধিত শব্দ
৩০। ‘উপজীবিকা’ অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি?
ক) চাবি খ) দোকানি
গ) জেলে ঘ) ভন্ডামি