বন্দনা কবিতার mcq। bondona kobita mcq । বন্দনা কবিতার বহুনির্বাচনি - নবম দশম শ্রেণি
নবম শ্রেণি – বাংলা ১ম পত্র
কবিতা – বন্দনা
শাহ মুহম্মদ সগীর
১। কীসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি?
ক) ঠান্ডা খ) পিঁপড়া
গ) পোকা ঘ) মশক
২। দ্বিতীয়বারে কবি কাকে প্রণাম করতে বলেছেন?
i) বাবাকে
ii) মাকে
iii) দাদাকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। গিয়াসউদ্দীন আজম শাহ কোন স্থানের সুলতান ছিলেন?
ক) গৌড় খ) বরেন্দ্র
গ) পুন্ড্র ঘ) মহাস্থানগড়
৪। ‘পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত।’ – চরণটির তাৎপর্য হলো-
ক) মা বাবার সেবা আমাদের জন্য অপরিহার্য
খ) মা বাবা আমাদের জন্য কষ্ট করেন
গ) মা বাবা অনেক যত্ন করে আমাদের বড় করেন
ঘ) মা বাবা আমাদের অনেক অবহেলা করেন
v নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
সন্তান অমূল্য রতন সবকিছুর ঊর্ধ্বে
যোগ্য পরিবেশ চাই তাদের বিকাশে
৫। উদ্দীপকে বন্দনা কবিতার কোন ভাবনাটি প্রকাশ পেয়েছে?
ক) সন্তানের চিন্তায় মাতাপিতার ভাবনা
খ) সন্তানের বিকাশে মাতাপিতার দুশ্চিন্তা
গ) সন্তানের কল্যাণে মাতাপিতার ভাবনা
ঘ) সন্তানের কল্যাণে মাতাপিতার দুশ্চিন্তা
৬। নিচের কোন চরণে উদ্দীপকের ভাবনা প্রকাশিত হয়েছে?
i) পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত
ii) না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ
iii) অশক্য আছিলুঁ মুই দুর্বল ছাবাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। শিশুকালে আমরা কেমন ছিলাম?
ক) চঞ্চল খ) নিষ্পাপ
গ) দুর্বল ঘ) শক্ত
v নিচের উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
তৌহিদ তার মা বাবার একমাত্র সন্তান। স্কলারশিপ নিয়ে সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। ভালো ফলের জন্য বিশ্ববিদ্যালয় তাকে চাকরির প্রস্তাব দেয়। তৌহিদ সে প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়ে মা-বাবার কাছে ফিরে আসে। সে জানে মা-বাবা তার জন্য কী কষ্টই না করেছে। মা-বাবার সাথে থেকে দেশেই সে কিছু করতে চায়।
৮। উদ্দীপকের তৌহিদের মধ্যে বন্দনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক) দেশপ্রেম
খ) স্বাজাত্যবোধ
ঘ) স্মৃতিকাতরতা
৯। উদ্দীপকের ভাবনা প্রকাশ পেয়েছে ‘বন্দনা’ কবিতার কোন চরণে?
i) যান দয়া হন্তে হৈল বসুধায়
ii) পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত
iii) না খাই খাওয়াএ পিতা না পরি পরাএ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ‘তান দয়া হন্তে হৈল এ বড় বিশাল।’ – চরণটির মর্মার্থ কী?
ক) মা বাবার সেবায় আমরা বড় হয়েছি
খ) মা বাবার দয়ায় আমরা বড় হয়েছি
গ) মা বাবার যত্নে আমরা টিকে আছি
ঘ) আমাদের বড় হওয়ার পেছনে মা বাবার ভূমিকা অনস্বীকার্য
১১। ‘অশক্য আছিলুঁ মুই দুর্বল ছাবাল’ – চরণটির তাৎপর্য কী?
ক) বড়ো হওয়ার ক্ষেত্রে মাবাবার গুরুত্ব
গ) ছেলে সন্তান হিসেবে সমাজে অবহেলিত
ঘ) সন্তানের প্রতি মাবাবার অবহেলা
১২। ‘বন্দনা’ কবিতা অনুসারে কবি শিশুকালে ছিলেন-
i) দুর্বল
ii) অশক্ত
iii) চঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। কে শাহ মুহাম্মদ সগীরকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন?
ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ খ) মুহাম্মদ এনামুল হক
গ) ড. দীনেশ চন্দ্র সেন ঘ) আব্দুল করিম
১৪। পিতাকে নেহায় জিউ জীবন যৌবন।
কনে বা সুবিধা তান ধারক কাহন। - চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে-
i) পিতার আত্মত্যাগের স্বীকৃতি
ii) পিতার ঋণ শোধ করার অভিলাষ
iii) পিতার প্রতি কৃতজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। কবি শিক্ষককে পিতার থেকেও বেশি সম্মান করতে বলেছেন কেন?
ক) দ্বিতীয়বার জন্ম দিয়েছেন বলে
খ) লেখাপড়া করিয়েছেন বলে
গ) শিক্ষক শ্রদ্ধেয় বলে
ঘ) শিক্ষক পিতার থেকেও শিক্ষিত বলে
১৬। কবির মনের ইচ্ছা কী?
খ) সবাইকে মাবাবার গুরুত্ব জানানো
গ) সবাইকে করজোড়ে প্রণাম জানানো
ঘ) সবাইকে নিজ থেকে ভক্তি করা
১৭। ‘বন্দনা’ কবিতা অনুসারে কবি শিশুকালে ছিলেন-
i) দুর্বল
ii) অশক্ত
iii) চঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। কবি সবার কাছে বারবার দোয়া প্রার্থনা করেছেন কেন?
ক) কাব্য রচনায় সাফল্য লাভের জন্য
খ) জীবন যুদ্ধে সাফল্য লাভের জন্য
গ) পৃথিবীতে সুনাম অর্জনের জন্য
ঘ) পৃথিবীতে অমরত্ব লাভের জন্য
১৯। নিজের পরিচয় দিতে গিয়ে ‘হীন’ ‘বহো পাপ ভার’ শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে কবি চরিত্রের কোন দিক প্রকাশ পেয়েছে?
ক) সত্যবাদীতা খ) ভদ্রতা
গ) বিনয় ঘ) উদারতা
২০। ‘বন্দানা’ কবিতা অনুসারে আমাদের লালন পালন করতে গিয়ে মাবাবা-
i) নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছেন
ii) নিজেরা পরে আমাদের পরিয়েছেন
iii) নিজেরা না পরে আমাদের পরিয়েছেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। ‘সভানক’ শব্দের অর্থ কী?
ক) সভায় খ) সবার
গ) সবাই ঘ) সরব
২২। ‘বন্দনা’ কবিতায় কবি মায়ের স্নেহ মমতা ও কল্যাণ দৃষ্টিকে বড়ো করে তুলতে কোন কথাটির উল্লেখ করেছেন?
ক) অনেক যত্নে সন্তানকে মা বুকে পিঠে মানুষ করেছেন
খ) নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন
গ) নিজে না পরে সন্তানকে পরিয়েছেন
ঘ) পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেনি
২৩। ‘বন্দনা’ কবিতাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
খ) সয়ফুলমুলুক বদিউজ্জামান
গ) লাইলী মজনু
ঘ) পদ্মাবতী
২৪। ‘পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত।
কোল দিআ বুক দিআ জগতে বিদিত।’ – চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে-
i) অপত্যস্নেহ
ii) সন্তানবাৎসল্য
iii) দায়িত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। ‘বন্দনা’ কবিতায় কবির দোয়া কামনার কারণ-
খ) ব্যক্তিগত উন্নতি
গ) সব ক্ষেত্রে সাফল্য
ঘ) অর্থনৈতিক উন্নতি
২৬। মাবাবা আমাদের মানুষ করতে প্রতিটি বছর কীভাবে অতিবাহিত করেছেন?
ক) আশায় খ) যন্ত্রণায়
গ) দুঃখে ঘ) কষ্টে
v নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
রিয়াজ সাহেব একজন সফল ডাক্তার। বাড়িগাড়ি, টাকাপয়সা যথেষ্ট উপার্জন করেছেন ডাক্তারি করে। ঢাকার অভিজাত এলাকায় ৭ তলা বাড়িও করেছেন। তার সুন্দর বাড়িতে স্থান হয়নি তার কৃষক বাবার।
২৭। ডাক্তার রিয়াজ সাহেবের মনোভাবের বৈপরীত্য প্রকাশ পেয়েছে কোন চরণে?
ক) দোসর জনম দিলা তিঁহ সে আহ্মার
গ) সপুটে প্রণাম মোহার মনোরথ গতি
ঘ) পিঁপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত
২৮। উদ্দীপকের ডাক্তার রিয়াজ সাহেব চরিত্রে ‘বন্দনা’ কবিতার কোন দিকটি অনুপস্থিত?
i) মাতাপিতার প্রতি কৃতজ্ঞতা
ii) মাতাপিতার প্রতি শ্রদ্ধা
iii) গুরুজনের প্রতি ভক্তি-শ্রদ্ধা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। পিতা তার জীবন যৌবন বিসর্জন দিয়েছেন কেন?
ক) অবহেলার জন্য
গ) সুযোগের অভাবে
ঘ) নিজের কর্তব্যের জন্য
৩০। ‘মুহম্মদ সগীর হীন বাহোঁ পাপ ভার।’ – চরণটিতে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক) বিনয় খ) ভদ্রতা
গ) উদারতা ঘ) মহত্ত্ব