বৃষ্টি কবিতার বহুনির্বাচনি । বৃষ্টি কবিতা MCQ । Bristi kobita MCQ
নবম শ্রেণি – বাংলা ১ম পত্র
কবিতা – বৃষ্টি
v নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
‘নিবিড় নীরদ গগনে গরভরে গরজে সঘনে, চঞ্চলা-চপলা চমকে।’
১। উদ্দীপকটি ‘বৃষ্টি’ কবিতার কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) বর্ষার আগমনে প্রকৃতির স্বরূপ
খ) বর্ষার প্রাণস্পন্দিত রূপ
গ) বর্ষার সংবেদনশীল রূপ
ঘ) বর্ষার আগমনে মানবমনের স্বরূপ
২। উদ্দীপকটি কোন দৃষ্টিতে ‘বৃষ্টি’ কবিতার সাথে বৈসাদৃশ্যপূর্ণ?
ক) বৃষ্টির প্রতি কাতরতা প্রকাশ করছে বলে
খ) বৃষ্টিহীন দিনের প্রকৃতির অবস্থা প্রকাশ করছে বলে
গ) বৃষ্টির দিনের প্রকৃতির অবস্থা প্রকাশ করছে বলে
ঘ) বৃষ্টির প্রতি আবেগ প্রকাশ করছে বলে
৩। ‘রুগণ বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন’ – এ চিত্রকল্পে কী ফুটে উঠেছে?
ক) বুভুক্ষু মাঠের চিত্র
খ) বর্ষায় বাংলার প্রকৃতি
ঘ) প্রকৃতির বৈরিতা
৪। ইসলামি আদর্শ ও ঐতিহ্য বিশেষভাবে অনুপ্রাণিত করেছে কোন কবিকে?
ক) সৈয়দ শামসুল হক খ) জসীমউদ্দীন
গ) আহসান হাবীব ঘ) ফররুখ আহমদ
৫। ‘মুহূর্তের কবিতা’ গ্রন্থটির রচয়িতা কে?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) আহসান হাবীব
গ) কামাল চৌধুরী ঘ) ফররুখ আহমদ
৬। তৃষাতপ্ত মন পাড়ি দিতে চায়-
i) বহু পথ
ii) প্রান্তর বন্ধুর
iii) প্রাণের জোয়ার
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) i ও ii ঘ) ii ও iii
৭। দিগদিগন্তের পথে বিদ্যুতের কী দেখা যায়?
ক) প্রাণের জোয়ার খ) অপরূপ আভা
গ) স্নিগ্ধ কোমলতা ঘ) তৃষাতপ্ত মন
৮। ‘কখন বাদল ছোঁয়া লেগে
মাঠে মাঠে ঢাকে মাটি সবুজ মেঘে মেঘে’ – ‘মেঘে মেঘে’ দ্বিরুক্তিটি ‘বৃষ্টি’ কবিতার কোন দিকটি তুলে ধরেছে?
ক) বৃষ্টির সময় বিদ্যুতের সাওয়ারি রূপ
খ) বৃষ্টির সময় আকাশের বিদগ্ধ রূপ
গ) বৃষ্টির সময় মাঠের মেদুরে রূপ
ঘ) বৃষ্টির সময় অরণ্যের স্নিগ্ধ রূপ
৯। ‘আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া,
মাঠের শেষে শ্যামল বেশে ক্ষনেক দাঁড়া।’ – চরণ দুইটি ‘বৃষ্টি’ কবিতার যে ভাবের সাথে সংগতিপূর্ণ-
i) প্রতীক্ষিত বৃষ্টির আগমনে প্রকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ পায়
ii) বৃষ্টির দিনে মাঠের শ্যামল রূপ দৃষ্ট হয়
iii) বৃষ্টি নিজে স্পর্শে প্রাণময় করে তুলতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ‘আজি শ্যামল মেঘের মাঝে বাজে কার কামনা।’ – উক্তিটি ‘বৃষ্টি’ কবিতায় কোন ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ?
খ) তৃষ্ণাকাতর প্রকৃতি
গ) ব্যথাতুর অরণ্য
ঘ) প্রাণময় আকাশ
v নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
‘এসেছে বরষা, এসেছে নবীনা বরষা,
গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা।
দুলিছে পবনে সনসন বনবীথিকা
গীতিময় তরুলতিকা।’
১১। চরণগুলি ‘বৃষ্টি’ কবিতার যে পঙক্তির সাথে সাদৃশ্যপূর্ণ-
i) বৃষ্টি এলো .... বহু প্রতীক্ষিত বৃষ্টি
ii) বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়
iii) রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। এরূপ সাদৃশ্যের কারণ-
i) বর্ষার আগমনে আনন্দ
ii) বর্ষায় প্রাণময় হয় প্রকৃতি
iii) বর্ষা প্রকৃতির উষ্ণতা হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। লোকজ ধারণা অনুযায়ী বিদ্যুত চমকানোকে কীসের সঙ্গে তুলনা করা হয়?
ক) উপকারী আলোর সঙ্গে
খ) রুগণ বৃদ্ধের সঙ্গে
ঘ) তৃষ্ণার্ত মনের সঙ্গে
১৪। ‘সওয়ার’ অর্থ কী?
ক) ঘুরে বেড়ানো খ) ভেসে বেড়ানো
গ) বয়ে চলা ঘ) আরোহী
১৫। ‘বৃষ্টি’ কবিতায় প্রতিফলিত হয়েছে-
i) বর্ষার আগমনে প্রকৃতিতে প্রাণের সঞ্চার
ii) বিচিত্র অনুষঙ্গের মাঝে বর্ষার সৌন্দর্য
iii) মানবমনে বর্ষণমুখর দিনের প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। বৃষ্টি কবিতায় কতটি স্তবক?
ক) ১ খ) ২
গ) ৩ ঘ) ৪
১৭। বর্ষণমুখর দিনে কী শিহরায়?
ক) রূপসি পরি খ) মাঠঘাট
গ) নদীনালা ঘ) অরণ্যের কেয়া
১৮। নদীর ছলোছলো জলে ঝরে ঝরোঝরো শ্রাবণ ধারা – চরণটি ‘বৃষ্টি’ কবিতার কোন দিকটির সাথে মিল প্রদর্শন করে?
ক) বৃষ্টির জলে নদীতে প্রাণের জোয়ার আসা
খ) বৃষ্টির জলে নদীকে শিহরিত করা
গ) বৃষ্টির জলে নদীতে অঝোরে ঝরে পড়া
ঘ) বৃষ্টির জলে নদীতে রূক্ষতার অবসান হওয়া
১৯। ‘বৃষ্টি’ কবিতায় কোন কোন নদীর উল্লেখ রয়েছে?
ক) ব্রহ্মপুত্র-ধলেশ্বরী খ) পদ্মা-যমুনা
গ) পদ্মা-মেঘনা ঘ) মেঘনা-যমুনা
২০। বৃষ্টির দিনে মনে পড়ে-
i) পুরানো স্মৃতি
ii) সুখময় অতীত
iii) ভালোলাগার আলপনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। ‘মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়’ – এই চরণে কী প্রকাশ পেয়েছে?
ক) মেঘাচ্ছন্ন আকাশ খ) মেঘমুক্ত আকাশ
গ) মাঠের সৌন্দর্য ঘ) মাঠের শীতল ছায়া
২২। মাঠ কাজল ছায়ায় ঢেকে গিয়েছে বলা হয়েছে কেন?
ক) আকাশ বিদগ্ধ হয়েছে বলে
খ) আকাশ মেদুর হয়েছে বলে
ঘ) আকাশে বর্ষণ হচ্ছে বলে
v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
প্রাণ-স্পন্দনে লক্ষ তরুর করে
জীবনপ্রবাহ সঞ্চারি মর্মরে
বক্ষে জাগায়ে আগামী দিনের আশা।
২৩। উদ্দীপকটিতে ‘বৃষ্টি’ কবিতায় বর্ণিত যে দিকটি ফুটে উঠেছে-
i) বৃষ্টির আগমনে প্রকৃতির প্রাণোচ্ছলতা
ii) মানবমনের স্মৃতিকাতরতা
iii) তৃষ্ণার্ত মনে জীবনের সঞ্চার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। উদ্দীপকে যে জিনিসটি বক্ষে আশা জাগায় তার সঙ্গে ‘বৃষ্টি’ কবিতার কোনটির সাদৃশ্য পাওয়া যায়?
ক) বিদগ্ধ আকাশের
গ) রৌদ্র-দগ্ধ ধানখেতের
ঘ) তৃষাতপ্ত মনের
২৫। বৃষ্টির দিনে আকাশ হঠাৎ কাজল কালো মেঘে ঢেকে যায়। ‘বৃষ্টি’ কবিতার প্রেক্ষিতে একে কী উপমা দেওয়া যেতে পারে?
ক) মেদুর আকাশ খ) বিদগ্ধ আকাশ
গ) বিস্মৃত দিন ঘ) বৃষ্টির প্রতীক্ষা
২৬। তৃষাতপ্ত মন যে পথ-প্রান্তর পাড়ি দিতে চাইছে সেখানে কী পড়ে আছে?
ক) বিষন্ন মেদুর খ) বিদগ্ধ আকাশ
গ) বিস্মৃত দিন ঘ) বৃষ্টির প্রতীক্ষা
২৭। ‘আকাশপথে বলাকা ধায় কোন সে অকারণে বেগে পূব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে।’ পঙক্তি দুইটিতে ‘বৃষ্টি’ কবিতার বর্ষণমুখর দিনের যে দিকটি প্রকাশ পাচ্ছে-
i) হাওয়ার রূপ
ii) আকাশের রূপ
iii) মেঘের রূপ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৮। ‘বৃষ্টি’ কবিতায় আকাশের কেমন অবস্থার কথা বলা হয়েছে?
ক) বিরক্ত খ) বিস্মৃত
গ) বিদগ্ধ ঘ) বিরূপ
২৯। ‘দিকদিগন্তের পথে অপরূপ আভা’ – কীসের আভার কথা বলা হয়েছে?
ক) বিদ্যুতের খ) মেঘের
গ) সূর্যের ঘ) চাঁদের
৩০। লোকজ ধারণা অনুযায়ী বিদ্যুৎ-
i) রূপসি পরি
ii) মেঘে মেঘে ঘুরে বেড়ায়
iii) মেঘের আড়ালে লুকায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii