কপোতাক্ষ নদ কবিতার MCQ । কপোতাক্ষ নদ MCQ । কপোতাক্ষ নদ বহুনির্বাচনি । Kopotakkho Nod MCQ
১। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি?
ক) ব্রজাঙ্গনা কাব্য
খ) বীরাঙ্গনা কাব্য
ঘ) তিলোত্তমাসম্ভব কাব্য
২। বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি?
ক) হেক্টরবধ খ) বীরাঙ্গনা
গ) মেঘনাদ-বধ ঘ) মহাশ্মশান
৩। মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্য কোনটি?
খ) পদ্মাবতী
গ) কৃষ্ণকুমারী
ঘ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
৪। ‘একেই কী বলে সভ্যতা’ – মধুসূদনের কোন ধরণের রচনা?
ক) নাটক খ) প্রহসন
গ) উপন্যাস ঘ) প্রবন্ধ
৫। ‘নয়ন সমুখে তুমি নাই
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই।’
উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে?
ক) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
খ) দুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি-স্তনে
গ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
ঘ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে
৬। অবসাদে ঘুম নেমে
আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরী তিতাস
উক্ত কবিতাংশের ভাবের সঙ্গে ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি?
ক) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
খ) সতত, তোমার কথা ভাবি এ বিরলে
গ) আর কি হে হবে দেখা? – যত দিন যাবে
ঘ) লইছে যে নাম তব বঙ্গের সঙগীত
৭। ‘সতত যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া-মন্ত্রধ্বনি’ –
এ চরণে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক) স্বদেশপ্রেম
খ) কপোতাক্ষ নদের প্রতি ভালোবাসা
গ) মাতৃভাষার প্রতি ভালোবাসা
ঘ) পিতামাতা থেকে দূরে থাকার কষ্ট
৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘স্নেহের তৃষ্ণা’ কথাটিতে প্রকাশ পেয়েছে কবির –
ক) স্বজাতিপ্রীতি খ) স্মৃতিকাতরতা
গ) মাতৃভাষাপ্রীতি ঘ) সন্তানবাৎসল্য
৯। ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন পঙক্তিটির মধ্যে কবির স্বদেশপ্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে?
ক) লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে
খ) সতত, হে নদ, তুমি পড় মোর মনে
গ) দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে
ঘ) আর কি হে হবে দেখা? – যতদিন যাবে
১০। ‘আর কি হে হবে দেখা?’ – এখানে প্রকাশ পেয়েছে-
ক) অসহায়ত্ব খ) অনিশ্চয়তা
গ) সংকোচ ঘ) বিরহ
১১। ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন চরণের মধ্যে সংশয়বোধ প্রকাশ পেয়েছে?
ক) সতত, হে নদ, তুমি পড় মোর মনে
খ) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
গ) আর কি হে হবে দেখা? – যতদিন যাবে
ঘ) লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে
১২। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি সাগরকে কীরূপে কল্পনা করেছেন?
ক) রাজা খ) প্রজা
গ) মাতা ঘ) সখা
১৩। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘রাজা’ কাকে বলা হয়েছে?
ক) কপোতাক্ষ নদকে খ) সাগরকে
গ) নদীকে ঘ) কবির গ্রামকে
১৪। ‘লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।’ – এখানে কার নামের কথা বলা হয়েছে?
ক) কবির খ) কপোতাক্ষ নদের
গ) সাগরের ঘ) বঙ্গবাসীর
১৫। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘প্রজা’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক) নদকে খ) সাগরকে
গ) জন্মভূমিকে ঘ) বারিকে
১৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কাকে ‘প্রজা’ বলা হয়েছে?
ক) কপোতাক্ষ নদকে খ) বারিকে
গ) সাগরকে ঘ) দেশকে
১৭। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি ‘বঙ্গজ জন’ বলতে কাকে বুঝিয়েছেন?
ক) কপোতাক্ষ নদকে
গ) প্রবাসী বাঙালিকে
ঘ) বাংলা সাহিত্যকে
১৮। ‘নাম তার, এ প্রবাসে মজি প্রেম-ভাবে
লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।’ – এ চিত্রকল্পে যা ফুটে উঠেছে –
ক) বিরহের ব্যাকুলতা
গ) বিচ্ছেদের প্রতিকূলতা
ঘ) ভালোবাসার আকুলতা
১৯। ‘লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে।’ – এখানে ‘নাম তব’ বলতে বোঝানো হয়েছে –
ক) বঙ্গজ জনকে খ) কপোতাক্ষ নদকে
গ) বাংলাদেশকে ঘ) বাংলা ভাষাকে
২০। ‘আর কি হে হবে দেখা? – যত দিন যাবে।’ – এ চরণে ফুটে উঠেছে কবির –
ক) বিষণ্নতা খ) আক্ষেপ
গ) উদ্বিগ্নতা ঘ) অস্থিরতা
২১। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে
হয়তো বা মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে
হয়তো ভোরের কাক হয়ে
এই কার্তিকের নবান্নের দেশে।
উদ্দীপকটির সাথে নিচের কোন কবিতার মিল পাওয়া যায়?
ক) বঙ্গবাণী
গ) আমি কোনো আগন্তুক নই
ঘ) সেই দিন এই মাঠ
২২। চতুর্দশপদী কবিতার অষ্টকে থাকে –
ক) ভাবের প্রবর্তনা খ) ভাবের ব্যাখ্যা
গ) ভাবের পরিণতি ঘ) উপসংহার
২৩। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রথম আট চরণের অন্ত্যমিল বিন্যাস কোনটি?
ক) কখখগ কখখগ
খ) কখখগ কখখচ
ঘ) কখখক ঘঙঘঙ
২৪। ‘কপোতাক্ষ নদ’ কবিতার অষ্টকের মিলবিন্যাস কোনটি?
ক) কখখগ কখখগ খ) কখখগ কখখচ
গ) কখকখ কখখক ঘ) কখখক ঘঙঘঙ
২৫। ‘কপোতাক্ষ নদ’ কবিতার ষষ্টকের মিলবিন্যাস কোনটি?
ক) গঘঙ গঘঙ খ) গঘগ গঘগ
গ) গঘগ ঘগঘ ঘ) গঘঘ গঘগ
২৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতার শেষ ছয় চরণের অন্ত্যমিল কীরূপ?
ক) গঘঙ গঘঙ খ) গঘগ গঘগ
গ) গঘগ ঘগঘ ঘ) গঘঘ গঘগ
২৭। ‘পুরানো সেই দিনের কথা ভুলবে কিরে হায়; ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়।’ ‘কপোতাক্ষ নদ’ কবিতার সাথে উদ্ধৃতাংশের মিল রয়েছে-
ক) স্বদেশচেতনায়
গ) দেশের মানুষের প্রতি ভালোবাসায়
ঘ) অমরত্ব আকাঙ্ক্ষায়
২৮। ‘কপোতাক্ষ নদ’ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে?
ক) হৃদয় কাতরতার খ) বঙ্গজ জনের
গ) জন্মভূমির ঘ) মায়ের
২৯। ‘পুরানো সেই দিনের কথা ভুলবে কিরে হায়; ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়?’
উদ্দীপকের চিত্রায়িত ভাবনা কোন কবির ভাবনাকে পরিস্ফুটিত করে?
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) লালন শাহ্
ঘ) কাজী নজরুল ইসলাম
৩০। ‘মনে পড়ে সেই জৈষ্ঠ্যের দুপুরে, পাঠশালা পলায়ন।’ পঙক্তিটির সাথে ‘কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ কোথায়?
ক) স্মৃতিকাতরতায় খ) কল্পনাপ্রবণতায়
গ) সুখের অনুভবে ঘ) স্নেহের তৃষ্ণায়
৩১। ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
আজ আর নেই
কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই
আজ আর নেই।’ –
উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে?
ক) দেশপ্রেম
গ) স্নেহকাতরতা
ঘ) অমরত্বের আকাঙ্ক্ষা
৩২। ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন?
ক) ফ্রান্সে খ) ভারতে
গ) ইতালিতে ঘ) ইংল্যান্ডে
৩৩। ‘কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধ-স্রোতোরূপী তুম জন্মভূমি-স্তনে।’ –
পঙক্তিদ্বয়ে ফুটে উঠেছে –
i) দেশপ্রেম
ii) স্মৃতিকাতরতা
iii) হৃদয়ের কাতরতা
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
৩৪। চতুর্দশপদী কবিতায় প্রচলিত অষ্টকের অন্ত্যমিল হচ্ছে-
i) কখখগ কখখগ
ii) কখগক কখগক
iii) কখখক কখখক
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
▪ উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
সেই মনে পড়ে জৈষ্ঠ্যের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম
অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম।
৩৫। কবিতাংশটি তোমার পঠিত কোন কবিতার ভাবার্থকে ধারণ করেছে?
ক) সেই দিন এই মাঠ
খ) আমি কোনো আগন্তুক নই
ঘ) পল্লিজননী
৩৬। উক্ত ভাব যে চরণে প্রতিফলিত –
ক) ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ
খ) পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল
গ) আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি
ঘ) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
▪ উদ্দীপকটি পড় এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাও:
জানিনে তোর ধন রতন
আছে কি না রাণির মতোন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায়
তোমার ছায়ায় এসে।
৩৭। উদ্দীপকে ফুটে ওঠা ভাবটি হলো –
ক) প্রকৃতিপ্রেম খ) সৌন্দর্য বন্দনা
গ) দেশপ্রেম ঘ) আবেগ
৩৮। উক্ত ভাবটি নিচের কোন রচনায় পাওয়া যায়?
ক) আম-আঁটির ভেঁপু খ) সেই দিন এই মাঠ
গ) আমার পরিচয় ঘ) কপোতাক্ষ নদ
▪ উদ্দীপকটি পড় এবং ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও:
পৌষের কাছাকাছি
রোদমাখা সেই দিন
ফিরে আর আসবে কি কখনো?
৩৯। ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
ক) আত্মনিবেদন খ) স্মৃতিকাতরতা
গ) দেশপ্রেম ঘ) প্রকৃতিপ্রেম
৪০। উদ্দীপকের মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে?
ক) সতত তোমার কথা ভাবি এ বিরলে
খ) আর কি হে হবে দেখা? যত দিন যাবে
গ) লেইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে
ঘ) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
▪ উদ্দীপকটি পড় এবং ৪১ ও ৪২ নং প্রশ্নের উত্তর দাও:
জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো
৪১। উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে?
ক) স্মৃতিকাতরতা
খ) দেশে ফেরার আকুলতা
ঘ) প্রকৃতিপ্রেম
৪২। উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে –
i) সতত, হে নদ, তুমি পড় মোর মনে
ii) কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে
iii) আর কি হে হবে দেখা ?
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
▪ উদ্দীপকটি পড় এবং ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:
অবসাদে ঘুম নেমে এলে
আবার দেখেছি সেই ঝিকিমিকি শবরী তিতাস
কী গভীর জলধারা ছড়াল হৃদয়ে আমার।
৪৩। উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
ক) নদীর প্রতি অনুরাগ
গ) স্বদেশপ্রেম
ঘ) নদীর প্রতি মিনতি
৪৪। ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে তা হলো –
i) সতত তোমার কথা ভাবি এ বিরলে
ii) জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে
iii) বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii