নবম দশম শ্রেণি – বাংলা ২য় পত্র অধ্যায়: ৩০ (ক্রিয়ার কাল) । এসএসসি প্রস্তুতি - ক্রিয়ার কাল । Kriyar kal
নবম দশম শ্রেণি – বাংলা ২য় পত্র
অধ্যায়: ৩০ (ক্রিয়ার কাল)
১। ‘ভালোভাবে পৌঁছে যেয়ো’ – এ বাক্যটি কোন ভবিষ্যৎ কালের উদাহরণ?
ক) সাধারণ খ) ঘটমান
গ) পুরাঘটিত ঘ) অনুজ্ঞা
২। ‘ছোটোবেলায় প্রতিদিন বিকালবেলা গোল্লাছুট খেলতাম।’ – বাক্যটির ক্রিয়া কোন কালের?
ক) সাধারণ অতীত খ) পুরাঘটিত অতীত
গ) নিত্য অতীত ঘ) সাধারণ বর্তমান
৩। বর্তমান কাল কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
৪। পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার বিভক্তি কোনটি?
ক) ইয়েছিল খ) আচ্ছিলাম
গ) ইয়েছিস ঘ) আছেন
৫। যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে কোন বর্তমান কাল বলে?
ক) সাধারণ খ) ঘটমান
গ) পুরাঘটিত ঘ) অনুজ্ঞা
৬। ‘তাড়াতাড়ি কাজটি করো।’ – বাক্যটি কোন কালকে নির্দেশ করে?
ক) পুরাঘটিত বর্তমান খ) অনুজ্ঞা বর্তমান
গ) সাধারণ ভবিষ্যৎ ঘ) অনুজ্ঞা ভবিষ্যৎ
৭। ‘যদি বৃষ্টি হতো, সবাই মিলে খিচুড়ি খেতাম।’ – ক্রিয়ার বিশিষ্ট প্রয়োগে বাক্যটি কোন কালের?
ক) সাধারণ ভবিষ্যৎ খ) সাধারণ অতীত
গ) সাধারণ বর্তমান ঘ) পুরাঘটিত অতীত
৮। ‘বৃষ্টি শেষ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছেছিলাম।’ – বাক্যটি কোন কালের উদাহরণ?
ক) সাধারণ অতীত খ) ঘটমান অতীত
গ) পুরাঘটিত অতীত ঘ) নিত্য অতীত
৯। সাধারণ অতীত কালের উদাহরণ কোনটি?
ক) তারা মাঠে খেলছিলো
খ) তখন বাতিটা জ্বলে উঠল
গ) তাড়াতাড়ি কাজটি করো
ঘ) খুব সকালে ঘুম থেকে উঠতাম
১০। ‘সকলের মঙ্গল হোক।’ – বাক্যটি বর্তমান কালের কোন রূপ?
ক) সাধারণ খ) ঘটমান
গ) পুরাঘটিত ঘ) অনুজ্ঞা
১১। ‘এমন ঘটনা ঘটতেই থাকবে।’ – বাক্যটি কোন কালের?
ক) পুরাঘটিত অতীত খ) ঘটমান ভবিষ্যৎ
গ) নিত্য অতীত ঘ) অনুজ্ঞা বর্তমান
১২। সাধারণ অতীত কালের উদাহরণ কোনটি?
ক) তখন বাতিটা জ্বলে উঠেছিল
খ) তখন বাতিটা জ্বলে উঠছিল
গ) তখন বাতিটা জ্বলে উঠল
ঘ) তখন বাতিটা জ্বলে উঠত
১৩। অতীতে প্রায়ই ঘটত- এমন বোঝালে কোন অতীত কাল হয়?
ক) সাধারণ অতীত খ) ঘটমান অতীত
গ) পুরাঘটিত অতীত ঘ) নিত্যবৃত্ত অতীত
১৪। ‘শীঘ্রই বৃষ্টি আসবে।’ – কোন কালের উদাহরণ?
ক) সাধারণ বর্তমান খ) বর্তমান অনুজ্ঞা
গ) সাধারণ ভবিষ্যৎ ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা
১৫। কোন কালে অনুজ্ঞা হয় না?
ক) বর্তমান কালে
খ) অতীত কালে
গ) ভবিষ্যৎ কালে
ঘ) ঘটমান ভবিষ্যৎ কালে