প্রত্যুপকার গল্পের বহুনির্বাচনি । প্রত্যুপকার mcq। Prottupokar MCQ
নবম দশম শ্রেণি – বাংলা ১ম পত্র
প্রত্যুপকার
১। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) মেদিনীপুর
খ) দিনাজপুর
গ) বীরসিংহ
ঘ) পশ্চিমবঙ্গ
২। ‘বর্ণপরিচয়’ বইটি কত সালে প্রকাশিত হয়?
ক) ১৮৫৫
খ) ১৮৫৬
গ) ১৮৫৭
ঘ) ১৮৫৯
৩। খলিফা মানুনের প্রিয়পাত্র কে ছিলেন?
ক) ডেমাস্কাসের শাসনকর্তা
খ) আলী ইবনে আব্বাস
গ) জনৈক সম্ভ্রান্ত ব্যক্তি
ঘ) জনৈক প্রজা
৪। আলী ইবনে আব্বাস কোন নগরীর উপর জগদীশ্বরের শুভদৃষ্টি কামনা করেন?
ক) বাগদাদ
খ) দামেস্ক
গ) সিরিয়া
ঘ) আলেপ্পো
৫। ‘আমি তদীয় আবাসে, এক মাসকাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম।’ – এখানে অবস্থান করার কারণ কী?
ক) প্রাণভয়ে পালিয়ে
খ) বাণিজ্যের উদ্দেশ্যে
গ) রাজকার্য সমাধা করতে
ঘ) পারিবারিক কারণে
৬। কে আলী ইবনে আব্বাসকে বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন?
ক) খলিফা মামুন
খ) আশ্রয়দাতা
গ) নতুন শাসনকর্তা
ঘ) আলী ইবনে আব্বাসের বন্ধু
৭। আলী ইবনে আব্বাসের জন্মস্থান কোথায়?
ক) দামেস্কে
খ) সিরিয়ায়
গ) বাগদাদে
ঘ) ইরাকে
৮। কার মনস্কামনা পূর্ণ হয়েছে?
ক) আলী ইবনে আব্বাসের
খ) খলিফার
গ) হস্তপদবদ্ধ ব্যক্তির
ঘ) আশ্রয়দাতার
৯। ‘আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম।’ – আহ্লাদে পুলকিত হওয়ার কারণ-
ক) কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পাওয়া
খ) পুরস্কার পাওয়া
গ) রাজকার্য সম্পন্ন হওয়া
ঘ) পরিবারের সাথে মিলন
১০। আশ্রয়দাতার হাত-পা হতে আলী ইবনে আব্বাস কী খুলে দিয়েছিলেন?
ক) মুজা
খ) লৌহশৃঙ্খল
গ) জুতা
ঘ) দড়ি
১১। আলী ইবনে আব্বাস কী জানার জন্য কৌতুহলী হয়ে ওঠেন?
ক) আশ্রয়দাতার খবর
খ) আশ্রয়দাতার পরিবারের খবর
গ) আশ্রয়দাতার উপর খলিফার রাগের কারণ
ঘ) আশ্রয়দাতা বাগদাদে কীভাবে পৌঁছালেন
১২। ‘আপনি অবিলম্বে প্রস্থান করুন’ – এখানে কোথা থেকে প্রস্থানের জন্য বলা হয়েছে?
ক) রাজদরবার
খ) সেনাবাহিনী
গ) আলী ইবনে আব্বাসের বাড়ি
ঘ) দামেস্ক
১৩। আলী ইবনে আব্বাস পরদিন সকালে কার নিকট উপস্থিত হন?
ক) খলিফার
খ) আশ্রয়দাতার
গ) আশ্রয়দাতার পরিবারের
ঘ) দামেস্কের শাসনকর্তার
১৪। ‘এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া, প্রস্তুত হইতে আদেশ দিলেন।’ – এখানে কীসের প্রস্তুতির কথা বলা হয়েছে?
ক) প্রাণদণ্ডের
খ) স্বদেশ প্রত্যাবর্তনের
গ) যাত্রা করার
ঘ) আশ্রয় দেওয়ার
১৫। কে দুরাচার ব্যক্তি নন বলে আলী ইবনে আব্বাস মন্তব্য করেন?
ক) খলিফা
খ) আশ্রয়দাতা
গ) ঘাতক
ঘ) তাঁর বন্ধু
১৬। কে মহামতি ছিলেন?
ক) আলী ইবনে আব্বাস
খ) আশ্রয়দাতা
গ) দামেস্কের শাসনকর্তা
ঘ) খলিফা
১৭। আলী ইবনে আব্বাস কাকে খলিফার নিকট হাজির করলেন?
ক) বন্দি ব্যক্তিকে
খ) ঘাতককে
গ) তাঁর বন্ধুকে
ঘ) শাসনকর্তাকে
১৮। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফা সাদর বচনে সম্ভাষণের কারণ কী?
ক) তিনি পরোপকারী ও ন্যায়পরায়ণ তাই
খ) তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী তাই
গ) তিনি একজন রাজপ্রতিনিধি তাই
ঘ) তিনি একজন ধর্মপ্রচারক তাই
১৯। খলিফা বন্দিকে মুক্তি দিয়ে কোন কোন প্রাণী উপহার দিয়েছেন?
ক) অশ্ব, হাতি, ঘোড়া
খ) অশ্ব, খচ্চর, উষ্ট্র
গ) অশ্ব, উষ্ট্র, হাতি
ঘ) খচ্চর, হাতি, ঘোড়া
২০। খলিফা হস্তপদবদ্ধ ব্যক্তিকে বন্দি করে রাখতে নির্দেশ দেন-
i) শাস্তি দিতে
ii) অর্থ আদায় করতে
iii) নিরাপদে রাখতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২১। খলিফা মামুনকে মহামতি ও অতি উন্নতচিত্ত পুরুষ বলা হয়েছে কেন?
ক) পরোপকারিতার জন্য
খ) কৃতজ্ঞতাবোধের জন্য
গ) সুশিক্ষিত হওয়ার জন্য
ঘ) সুবিবেচনার জন্য
২২। আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দি ব্যক্তির যে বৈশিষ্ট্য তুলে ধরেন-
i) দয়াশীল
ii) পরোপকারী
iii) ন্যায়পরায়ণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
‘গাছের ফুলে সুবাস ছড়ায় মুগ্ধ করা ঘ্রাণে,
গাছের ফলই খেয়ে সবার শক্তি আসে প্রাণে।
গাছের ওই না অক্সিজেনে সকল প্রাণী বাঁচে।’
২৩। উদ্দীপকে ‘প্রত্যুপকার’ গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
ক) প্রতিদান
খ) নিঃস্বার্থ উপকার
গ) প্রতি-উপকার
ঘ) দয়াশীলতা
২৪। উদ্দীপকের কবিতাংশে ‘প্রত্যুপকার’ গল্পের যে দিকটি অনুপস্থিত-
i) পরোপকার
ii) কৃতজ্ঞতাবোধ
iii) প্রত্যুপকার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৫। ‘বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত চোখে’ – নিচের কোনটি নির্দেশ করে?
ক) প্রফুল্ললোচনে
খ) প্রীতিপ্রফুল্ললোচনে
গ) উৎফুল্ললোচনে
ঘ) প্রফুল্লহৃদয়ে
২৬। ‘মৌনাবলম্বন’ শব্দের অর্থ কী?
ক) নীরবতা পালন
খ) চিৎকার করা
গ) কথা বলা
ঘ) এক ধরনের ব্রত
২৭। ‘সম্ভাষণ’ শব্দের অর্থ কী?
ক) ভাষণ দেওয়া
খ) আপ্যায়ন করা
গ) সমস্বর
ঘ) সম্বোধন
২৮। ‘আখ্যানমঞ্জরী’ কত সালে রচিত হয়?
ক) ১৮৬৬
খ) ১৮৬৭
গ) ১৮৬৮
ঘ) ১৮৭৮
v নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
শিক্ষা, সমাজসংস্কার, রীতিনীতি সর্ব ক্ষেত্রেই ছিল তাঁর স্পষ্ট প্রভাব। তিনি সতীদাহ প্রথা বাতিলের জন্য সুপরিচিত। রেখেছেন বাংলা সাহিত্যেও অবদান। ভারতীয় রেনেসাঁসের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়।
২৯। উদ্দীপকের চরিত্রের সাথে পাঠ্যবইয়ের কোন সাহিত্যিকের সাদৃশ্য রয়েছে?
ক) জহির রায়হান
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) প্রমথ চৌধুরী
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৩০। উভয় ব্যক্তিত্বই হলেন-
i) সমাজ সংস্কারক
ii) লেখক
iii) শিক্ষাবিদ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii