এসএসসি প্রস্তুতি বাংলা ২য় পত্র । SSC Preparation 2025 Bangla 2nd paper
১। ‘শ্লথ’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) ইস্তফা
খ) জ্ঞেয়
গ) চেতন
ঘ) ত্বরিত
২। ‘দর্শনীয়’ শব্দটি কোন প্রত্যয় সাধিত শব্দ?
ক) কৃৎ
খ) তদ্ধিত
গ) প্রকৃতি
ঘ) কোনটিই নয়
৩। পরপদ প্রধান সমাসের উদাহরণ কোনটি?
ক) কানাকানি
খ) কনকচাঁপা
গ) চলনে-বলনে
ঘ) সেতার
৪। নিচের কোনটি বলকের উদাহরণ?
ক) এর
খ) ই
গ) রা
ঘ) ক্ব
৫। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে কী বলে?
ক) নরম তালু
খ) মূর্ধা
গ) দাঁতের গোড়া
ঘ) শক্ত তালু
৬। নিচের কোনটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি নয়?
ক) ড়
খ) ঙ
গ) হ
ঘ) য়
৭। অর্ধ-বিবৃত স্বরধ্বনি কোনটি?
ক) ও
খ) অ্যা
গ) আ
ঘ) এ
৮। পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলোকে কী বলে?
ক) বিভক্তি
খ) অনুসর্গ
গ) যোজক
ঘ) যোগ
৯। কোন বাগধারাটির অর্থ ‘খুব কষ্ট’?
ক) উত্তম মধ্যম
খ) আঁতে ঘা
গ) ভরা ডুবি
ঘ) পটল তোলা
১০। ‘মৃগাঙ্ক’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) হরিণ
খ) তুরগ
গ) সুধাকর
ঘ) নাটক
১১। ‘অবগুণ্ঠন’ শব্দে ‘অব’ উপসর্গটি কোন অর্থের দ্যোতনা করে?
ক) বিশেষ
খ) অল্প
গ) সম্যক
ঘ) অপূর্ণ
১২। ‘কপোল’ শব্দের অর্থ কী?
ক) ললাট
খ) গাল
গ) চিবুক
ঘ) ভাগ্য
১৩। ‘শৃগাল’ শব্দের প্রকৃত উচ্চারণ কোনটি?
ক) [ছ্রিগাল]
খ) [সিরিগাল]
গ) [শ্রিগাল]
ঘ) [সৃগাল্]
১৪। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?
ক) গবাক্ষ
খ) একাদশ
গ) নাবিক
ঘ) সতীন
১৫। নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিত্বের উদাহরণ?
ক) হায় হায়
খ) খক খক
গ) বুঝে-সুঝে
ঘ) ফুসুর ফুসুর
১৬। ‘ভালো করে খেয়ে নাও’ – বাক্যটিতে অনুসর্গ কোনটি?
ক) ভালো
খ) করে
গ) খেয়ে
ঘ) নাও
১৭। কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
ক) ক
খ) হ
গ) ধ
ঘ) ভ
১৮। ‘যাকগে, ওসব কথা থাক’ – বাক্যটিতে ‘যাকগে’ কোন ধরনের আবেগ?
ক) সিদ্ধান্ত আবেগ
খ) বিরক্তি আবেগ
গ) করুণা আবেগ
ঘ) অলংকার আবেগ
১৯। ‘ডিপে’ উৎস বিবেচনায় কোন শ্রেণির শব্দ?
ক) আরবি
খ) ফারসি
গ) ফরাসি
ঘ) ইংরেজি
২০। নিচের কোনটি সক্রিয় বাক্য?
ক) মা চাকরি করেন।
খ) ইলিশ আমাদের জাতীয় মাছ।
গ) তিনি বাংলাদেশের নাগরিক।
ঘ) ইনি আমার ভাই।
২১। ‘সে রোজ সকালে এক প্লেট ভাত খায়’ – এই বাক্যে কর্ম কারক কোনটি?
ক) এক
খ) প্লেট
গ) ভাত
ঘ) এক প্লেট ভাত
২২। ‘আমি কি যাব?’ – এই বাক্যে ‘কি’ কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
ক) পদানু ক্রিয়াবিশেষণ
খ) ধরনবাচক ক্রিয়াবিশেষণ
গ) জিজ্ঞাসাবাচক ক্রিয়াবিশেষণ
ঘ) নেতিবাচক ক্রিয়াবিশেষণ
২৩। গঠন বিবেচনায় ক্রিয়াবিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে
খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে
ঘ) ৫ ভাগে
২৪। ‘অপরূপ’ শব্দটিতে শব্দের কোন ধরনের অর্থের পরিবর্তন হয়েছে?
ক) অর্থ সংকোচ
খ) অর্থের অবনতি
গ) অর্থ প্রসার
ঘ) অর্থের উন্নতি
২৫। সাধারণ বর্তমান কালের মানী সর্বনামের ক্রিয়ার বিভক্তি কোনটি?
ক) এ
খ) এন
গ) ছেন
ঘ) আন
২৬। সর্বনাম পদকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
ক) ৫টি
খ) ৭টি
গ) ৯টি
ঘ) ১১টি
২৭। ‘তৃতীয়া’ পদটি কোন বিশেষণ?
ক) সংখ্যাবাচক
খ) ক্রমবাচক
গ) পূরণবাচক
ঘ) পরিমাণবাচক
২৮। ধাতুর সাথে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?
ক) প্রত্যয়
খ) অনুসর্গ
গ) বিভক্তি
ঘ) উপসর্গ
২৯। ‘চিঠিটা পড়া হয়েছে।’ – বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
ক) কর্তাবাচ্য
খ) কর্মবাচ্য
গ) ভাববাচ্য
ঘ) কর্ম-কর্তৃবাচ্য
৩০। প্রত্যক্ষ উক্তিতে ‘আগামীকাল’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?
ক) সেদিন
খ) পূর্বদিন
গ) পরদিন
ঘ) আগামীদিন