একুশের গল্প বহুনির্বাচনি । একুশের গল্প MCQ । Ekusher Golpo MCQ । একুশের গল্প জহির রায়হান MCQ

নবম শ্রেণি – বাংলা ১ম পত্র

একুশের গল্প


১। জহির রায়হান কোন জেলায় জন্মগ্রহণ করেন?

          ক) নোয়াখালী             খ) কুমিল্লা

          গ) ফেনী                   ঘ) লক্ষ্মীপুর

২। সমাজের কীসের বিরুদ্ধে জহির রায়হানের কণ্ঠ ছিলো বলিষ্ঠ?

          ক) দুর্নীতি                 খ) বৈষম্য

          গ) ন্যায়বিচার             ঘ) সুশাসন



৩। ‘আরেক ফাল্গুন’ জহির রায়হানের কোন জাতীয় রচনা?

          ক) প্রবন্ধ                   খ) কাব্যগ্রন্থ

          গ) উপন্যাস                ঘ) নাটক

৪। তপুকে আর দেখবে বলে স্বপ্নেও কল্পনা করেনি কে?

          ক) রাহাত                  খ) রেণু

          গ) গল্পকথক               ঘ) তপুর মা

৫। ছোটোখাটো জটলা পাকানো হয় কাকে ঘিরে?

          ক) গল্পকথককে           খ) রাহাতকে

          গ) রেণুকে                 ঘ) তপুকে

৬। বন্ধুরা কার শ্বাসপ্রশ্বাসের খবরও রাখতো?

          ক) রেণুর                   খ) নতুন ছেলেটির

          গ) তপুর                   ঘ) গল্পকথকের

৭। রেণু সম্পর্কে তপুর কী হতো?

          ক) প্রতিবেশী              খ) বন্ধু

          গ) আত্মীয়া                ঘ) সহপাঠী

৮। ‘একুশের গল্প’ ছোটোগল্পে কে বার্নাড’শ হতে চেয়েছিলো?

          ক) তপু                    খ) মোটা লোকটি

          গ) সানু                     ঘ) রুণী

৯। কে লজ্জায় লাল হয়ে উঠতো?

          ক) রুণী                    খ) সানু

          গ) রাহাত                  ঘ) রেণু

১০। গল্পকথক নিজেদের জীবনকে কেমন বলেছিলো?

          ক) আনন্দময়              খ) যান্ত্রিক

          গ) একঘেয়ে               ঘ) অবসাদময়

১১। গল্পে কোন নদীর কথা উল্লেখ রয়েছে?

          ক) পদ্মা                    খ) মেঘনা

          গ) চিত্রা                    ঘ) বুড়িগঙ্গা

১২। কার স্বপ্নালু চোখে স্বপ্ন নাবতো?

          ক) রেণুর                   খ) রাহাতের

          গ) গল্পকথকের            ঘ) তপুর

১৩। রেণুকে নির্ভয়ে বাড়ি চলে যেতে বলেছিলো কে?

          ক) রাহাত                  খ) তপু

          গ) গল্পকথক               ঘ) তপুর মা

১৪। তপুদের মিছিল কোথায় পৌঁছানোর পর লোকগুলো চিৎকার করে পালাচ্ছিলো?

          ক) মেডিকেল গেটে

          খ) কার্জন হলের সামনে

          গ) হাইকোর্ট মোড়ে

          ঘ) সুপ্রিম কোর্ট মোড়ে

১৫। কারা তপুর মৃতদেহ তুলে নিয়ে গিয়েছিলো?

          ক) জনতা                  খ) বন্ধুরা

          গ) মেডিকেলের লোকেরা ঘ)মিলিটারিরা

১৬। তপুর কোন জিনিস রাহাতের স্যুটকেসে ছিলো?

          ক) বই                     খ) জামা

          গ) চাদর                   ঘ) গরম কোট

১৭। সর্বপ্রথম স্কালের মাঝখানের গর্তটা কার নজরে আসে?

          ক) নতুন রুমমেটের       খ) গল্পকথকের

          গ) রাহাতের               ঘ) নাজিমের

১৮। রাহাতের চোখের ভাষা বুঝতে ভুল হলো না কার?

          ক) নতুন ছেলেটির        খ) গল্পকথকের

          গ) রেণুর                   ঘ) তপুর

১৯। তপুর মৃত্যুর জন্য দায়ী-

i) পাকিস্তানি মিলিটারি

ii) পাকিস্তানি শাসক

iii) মিছিলের জনতা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:

স্মৃতির মিনার মুক্ত কিনার

পানকৌড়ি বক চন্দনা

বিশ্বজুড়ে নিত্য সুরে

বাংলা ভাষার বন্দনা।

২০। স্তবকে বর্ণিত পানকৌড়ি, বক ও চন্দনার সঙ্গে ‘একুশের গল্প’ ছোটোগল্পের কোন চরিত্রটির তুলনা করা যায়?

          ক) তপু                    খ) রাহাত

          গ) রেণু                     ঘ) নাজিম

২১। উদ্দীপকের সঙ্গে ‘একুশের গল্প’ ছোটোগল্পের সাদৃশ্য মূলত-

i) বিষয়বস্তুর দিক থেকে

ii) প্রেক্ষাপটের দিক থেকে

iii) বাস্তবতার দিক থেকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২২। ‘উদবিগ্ন’ শব্দের অর্থ কী?

          ক) উৎসুক                 খ) চিন্তামুক্ত

          গ) দুশ্চিন্তাগ্রস্ত             ঘ) উৎফুল্ল

২৩। ‘ওস্তাদ’ শব্দের অর্থ কী?

          ক) ছাত্র                    খ) গুরু

          গ) শিক্ষার্থী                ঘ) শিষ্য

২৪। ‘সেন্ট জোয়ান’ কী ধরনের রচনা?

          ক) উপন্যাস                খ) গল্প

          গ) প্রবন্ধ                   ঘ) নাটক

২৫। ‘একুশের গল্প’ জহির রায়হানের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

          ক) প্রবন্ধ সমগ্র             খ) গল্প সমগ্র

          গ) উপন্যাস সমগ্র          ঘ) গল্পগুচ্ছ

২৬। ‘এক স্বপ্নবান তরুণের আত্মত্যাগ’ কোন রচনায় প্রতিফলিত হয়েছে?

          ক) অভাগীর স্বর্গ

          খ) আমাদের নতুন গৌরবগাঁথা

          গ) নিরীহ বাঙালি

          ঘ) একুশের গল্প

২৭। ‘একুশের গল্প’ ছোটোগল্পটির প্রধান চরিত্র কে?

          ক) তপু                    খ) রেণু

          গ) রাহাত                  ঘ) গল্পকথক

২৮। গল্পে তপু সম্পর্কে যা জানা যায়-

i) গল্পের প্রধান চরিত্র

ii) সে বিবাহিত

iii) বাড়িতে বৃদ্ধ মা আছেন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৯। জাতীয় ইতিহাসে কাদের মৃত্যু নেই?

          ক) আন্দোলনকারীদের   খ) যোদ্ধাদের

          গ) শহিদদের              ঘ) বীরদের

৩০। রাষ্ট্রভাষা বাংলার অধিকার চাইতে গিয়ে কে শহিদ হয়েছিলো?

          ক) তপু                    খ) রাহাত

          গ) গল্পকথক               ঘ) রেণু

Previous Post
No Comment
Add Comment
comment url