নবম শ্রেণি – বাংলা ২য় পত্র পরিচ্ছেদ: ১০ (উপসর্গ) থেকে বহুনির্বাচনি

নবম শ্রেণি – বাংলা ২য় পত্র

পরিচ্ছেদ: ১০ (উপসর্গ)

উপসর্গ


১। ‘নিমখুন’ শব্দের ‘নিম’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়?

          ক) প্রায়                    খ) তুল্য

          গ) অর্ধেক                  ঘ) অল্প

২। ‘পাতিহাঁস’ শব্দের ‘পাতি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

          ক) সম্পূর্ণ                  খ) বিরুদ্ধ

          গ) ছোটো                  ঘ) প্রকৃষ্ট

৩। বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে?

          ক) কয়েকটি               খ) অর্ধশত

          গ) অর্ধশতাধিক            ঘ) শতাধিক

৪। ‘গৌণ’ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দ?

          ক) বিদেশি                খ) কদবেল

          গ) অঘারাম                ঘ) নিমরাজি

৫। উপসর্গের কী নেই?

          ক) অস্তিত্ব                 খ) অর্থ

          গ) বাস্তবতা                ঘ) অর্থদ্যোতনা

৬। উপসর্গের কী আছে?

          ক) অর্থ

          খ) স্বাধীন ব্যবহার

          গ) মান

          ঘ) অর্থের দ্যোতনা তৈরির ক্ষমতা

৭। ‘নালায়েক’ শব্দে ‘না’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

          ক) অপূর্ণ                   খ) বিপরীত

          গ) মন্দ                     ঘ) সদৃশ

৮। যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে বলে-

          ক) প্রত্যয়                  খ) সমাস

          গ) সন্ধি                    ঘ) উপসর্গ

৯। ‘উগ্র’ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি?

          ক) বজ্জাত                 খ) আখাম্বা

          গ) বদমেজাজ             ঘ) নালায়েক

১০। ‘বিভুঁই’ শব্দে ‘বি’ উপসর্গটি কী অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?

          ক) বিপরীত                খ) তুল্য

          গ) সামান্য                 ঘ) ভিন্ন

১১। উপসর্গযুক্ত কোন শব্দটিতে ‘অতিশয়’ অর্থ প্রকাশ করছে?

          ক) অত্যাচার              খ) পরাবাস্তব

          গ) বদমেজাজ             ঘ) ভরজোয়ার

১২। ‘অপসংস্কৃতি’ শব্দের ‘অপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত?

          ক) বিকৃত                  খ) মন্দ

          গ) খারাপ                  ঘ) তুল্য

১৩। উপসর্গ শব্দের কোথায় বসে?

          ক) আগে                   খ) পরে

          গ) মাঝে                   ঘ) শেষে

১৪। ‘ভরজোয়ার’ শব্দটিতে ‘ভর’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

          ক) পূর্ণ                     খ) চূড়ান্ত

          গ) একত্র                   ঘ) সম্পূর্ণ

১৫। ‘আরম্ভ’ শব্দে ‘আ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

          ক) সদৃশ                   খ) ঈষৎ

          গ) পর্যন্ত                   ঘ) সম্যক

১৬। ‘পরিত্যাগ’ শব্দে ‘পরি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

          ক) ছোটো                 খ) অসম্পূর্ণ

          গ) অর্ধেক                  ঘ) সম্পূর্ণ

১৭। নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?

          ক) প্রগতি                  খ) নীলিমা

          গ) বেতানো                ঘ) নাতিন

১৮। কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?

          ক) কদবেল                খ) গরহাজির

          গ) উপভোগ               ঘ) নিমরাজি

১৯। ‘নজর’ শব্দের সাথে ‘সু’ ‍উপসর্গ যুক্ত হলে শব্দের অর্থের কী ধরনের পরিবর্তন ঘটবে?

          ক) সম্প্রসারণ              খ) বিপরীতার্থক

          গ) বিয়োজন               ঘ) সংকোচন

২০। ‘বে’ উপসর্গযোগে গঠিত ‘বেদখল’ শব্দটি কী অর্থ প্রকাশ করেছে?

          ক) বিশেষ                 খ) ভিন্ন

          গ) হৃত                     ঘ) উগ্র

২১। ভিন্ন অর্থ প্রকাশ করেছে নিচের কোন উপসর্গযুক্ত শব্দটি?

          ক) আখাম্বা                খ) নিস্তরঙ্গ

          গ) কদবেল                ঘ) বিভুঁই

২২। ‘নি’ উপসর্গযোগে ‘নিখাদ’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

          ক) গতি অর্থে              খ) উত্তম অর্থে

          গ) নিশ্চয় অর্থে            ঘ) নেই এমন অর্থে

২৩। ‘অভাব’ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি?

          ক) প্রগতি                  খ) পরাজয়

          গ) আরক্ত                  ঘ) হাভাত

২৪। ‘গরঠিকানা’ শব্দের ‘গর’ উপসর্গ কী অর্থ প্রকাশ করে?

          ক) ভিন্ন                    খ) বিপরীত

          গ) মন্দ                     ঘ) অভাব

২৫। ‘অপ’ উপসর্গযোগে গঠিত ‘অপকর্ম’ শব্দটি কী অর্থ প্রকাশ করে?

          ক) মন্দ                    খ) তুল্য

          গ) বাধ্য                    ঘ) অভাব

২৬। ‘উদ্বাস্তু’ শব্দটিতে কোন অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?

          ক) ঊর্ধ্বে                   খ) পরিত্যক্ত

          গ) নিকট                   ঘ) বিশেষ

২৭। উপসর্গের কাজ কী?

          ক) বর্ণ সংস্করণ

          খ) নতুন শব্দ গঠন

          গ) ভাবের পার্থক্য নিরূপণ

          ঘ) যতি সংস্থাপন

২৮। ‘আরক্ত’ শব্দে ‘আ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

          ক) অপূর্ণ                   খ) ঈষৎ

          গ) অভাব                  ঘ) বিপরীত

২৯। কোনটির নিজস্ব কোনো অর্থবাচকতা নেই?

          ক) শব্দ-বিভক্তি           খ) ক্রিয়া-বিশেষণ

          গ) উপসর্গ                  ঘ) অনুসর্গ

৩০। অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করে-

          ক) অনুসর্গ                 খ) উপসর্গ

          গ) প্রত্যয়                  ঘ) বিভক্তি

Previous Post
No Comment
Add Comment
comment url