আবার আসিব ফিরে কবিতা MCQ । আবার আসিব ফিরে কবিতার বহুনির্বাচনি । Abar asibo fire
১। কবি আবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন কীসের বেশে?
ক) শঙ্খচিল খ) শিশু
গ) বক ঘ) মাঝি
২। বাংলাদেশকে কবি কীসের দেশ বলেছেন?
ক) ধানের খ) গানের
গ) নবান্নের ঘ) বীরের
৩। কবি কুয়াশার বুকে ভেসে কোথায় আসতে চেয়েছেন?
ক) নবান্নের দেশে খ) শিমুলের ডালে
গ) সবুজ ডাঙায় ঘ) কাঁঠাল ছায়ায়
৪। ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন?
ক) হাঁস খ) পানকৌড়ি
গ) লক্ষ্মীপেঁচা ঘ) বক
৫। কবি জীবনানন্দ দাশের সারাদিন কেটে যাবে কোথায়?
ক) বাংলার এ সবুজ করুণ ডাঙায়
খ) কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে
গ) কুয়াশার বুকে ভেসে
ঘ) বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
৬। কোন সময়ের বাতাসে সুদর্শন ওড়ে?
ক) বিকেলের খ) সন্ধ্যার
গ) সকালের ঘ) দুপুরের
৭। ‘আবার আসিব ফিরে’ কবিতায় শিমুলের ডালে কে ডাকছে?
ক) শঙ্খচিল খ) শালিক
গ) লক্ষ্মীপেঁচা ঘ) বক
৮। ‘হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে’- এখানে শিশুর কর্মে কোনটি প্রকাশ পেয়েছে?
ক) অপচয় খ) আনন্দ
গ) খেয়ালিপনা ঘ) স্বাধীনতা
৯। রূপসার ঘোলা জলে কে ডিঙা বায়?
ক) তরুণ খ) কিশোর
গ) মাঝি ঘ) বৃদ্ধ
১০। ধবল বক কীভাবে নীড়ে আসছে?
ক) সাঁতরায়ে খ) আকাশ পেরিয়ে
গ) দলবেঁধে ঘ) আকাশ ঘুরে
১১। কবি জীবনানন্দ দাশ এই বাংলায় বিভিন্ন অনুষঙ্গের বেশে ফিরে আসতে চেয়েছেন কেন?
ক) পুনর্জন্মের বিশ্বাসে খ) নিরুপায় হয়ে
গ) বিশেষ ভালো লাগায় ঘ)স্বদেশপ্রেমের জন্য
১২। ‘আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে’- চরণটিতে প্রকাশ পেয়েছে-
i) প্রকৃতির প্রতি আত্মার টান
ii) জন্মভূমির প্রতি ভালোবাসা
iii) প্রকৃতির মধ্যে মিশে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। নবান্ন উৎসবের বৈশিষ্ট্য-
i) ঘরে নতুন ধান তোলা
ii) নতুন ধানের ভাত খাওয়া
iii) নবান্ন অর্থ নতুন ভাত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ।
১৪। উক্ত চরণের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতা কোনটি?
ক) বঙ্গভূমির প্রতি খ) আবার আসিব ফিরে
গ) দুই বিঘা জমি ঘ) একুশের গান
১৫। সাদৃশ্যপূর্ণ কবিতার মতো উদ্দীপকে প্রকাশিত হয়েছে-
i) প্রাকৃতিক চেতনা
ii) দেশপ্রেমের চেতনা
iii) ধর্ম চেতনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। নতুন ধান কাটার উৎসবকে কী বলে?
ক) সাংগ্রাই খ) বৈসাবি
গ) নবান্ন ঘ) আমানি
১৭। ‘জল যার অঙ্গে’ তাকে এক কথায় কী বলে?
ক) জলাধর খ) জলাঙ্গ
গ) জলধি ঘ) জলাঙ্গী
১৮। দিন শেষে ধবল বকের ভিড়ে কাকে ফিরে পাওয়া যাবে?
ক) হাঁসকে খ) কিশোরকে
গ) মাঝিকে ঘ) কবিকে
১৯। জীবনানন্দ দাশ কোন বিষয়ে এম.এ ডিগ্রি অর্জন করেন?
ক) বাংলা খ) ইংরেজি
গ) সংস্কৃত ঘ) রসায়ন
২০। জীবনানন্দ দাশ কোথায় মৃত্যুবরণ করেন?
ক) ঢাকায় খ) বরিশালে
গ) কলকাতায় ঘ) নেপালে
আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া - রূপসী বাংলা