নবম দশম শ্রেণি - বাংলা ১ম পত্র - মডেল টেস্ট ০১ । SSC Preparation Bangla 1st
১। কে আলী ইবনে আব্বাসকে বাগদাদে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন?
ক) খলিফা মামুন
খ) আশ্রয়দাতা
গ) নতুন শাসনকর্তা
ঘ) আলী ইবনে আব্বাসের বন্ধু
২। আলী ইবনে আব্বাসকে আশ্রয়দাতা কাদের সঙ্গে আলাপ করিয়ে দেন?
ক) অভিযাত্রীদের সঙ্গে
খ) দামেস্কবাসীদের সঙ্গে
গ) প্রতিবেশীদের সঙ্গে
ঘ) তাঁর আত্মীয়দের সঙ্গে
৩। আলী ইবনে আব্বাস কী জানার জন্য কৌতুহলী হয়ে ওঠেন?
ক) আশ্রয়দাতার খবর
খ) আশ্রয়দাতার পরিবাবের খবর
গ) আশ্রয়দাতার উপর খলিফার রাগের কারণ
ঘ) আশ্রয়দাতা বাগদাদে কীভাবে পৌঁছালেন
৪। শিশুকাল থেকেই সুভা নিজেকে ‘বিধাতার অভিশাপ’ ভেবেছে কেন?
ক) সমবয়সিদের আচরণে
খ) কথা বলতে পারে না বলে
গ) সকলের দুশ্চিন্তা প্রকাশে
ঘ) মায়ের বিরক্তি প্রদর্শনে
৫। ‘পিতামাতার নীরব হৃদয়ভার’ বলতে ‘সুভা’ গল্পে মা-বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে?
ক) মমতা খ) ভালবাসা
গ) ব্যাকুলতা ঘ) দুশ্চিন্তা
৬। সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়?
ক) স্বচ্ছ আকাশের সৌন্দর্যে
খ) বিপুল নির্বাক প্রকৃতিতে
গ) সর্বশী ও পাঙ্গুলির স্পর্শে
ঘ) প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে
৭। ‘সুভা’ গল্পের কোন উক্তিটিতে সুভার মনের ভাব চোখের ভাষার মর্মার্থ প্রকাশ পেয়েছে?
ক) তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড়ো দুটি চোখ ছিল
খ) কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না
গ) যাহার ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম
ঘ) মন আপনি তাহার উপরে ছায়া ফেলে
৮। সুভার ভাষার অভাব পূরণ করে দেয় –
ক) তরুর মর্মর খ) গোয়ালের গাভি
গ) গোঁসাইদের ছেলে ঘ) বিড়ালশাবক
৯। একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর –
i) খেলাধুলায় উন্নতি হয়
ii) আত্মা উদ্বোধিত হয়
iii) অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রত হয়
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
১০। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধদুটির মূল আলোচ্য বিষয় –
i) জ্ঞানচর্চা
ii) সংস্কৃতিবোধ
iii) আত্মার মুক্তি
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
v নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
মালিয়ারা গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রকৃয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তার সহজাত প্রবণতা। তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামের যুবকদের সহাযতায় গড়ে তোলেন জ্ঞানচর্চার পাদপীঠ পাঠাগার।
১১। উদ্দীপকের বিমল চরিত্রের সাথে নিচের কোন বাক্যটি সম্পর্কযুক্ত?
ক) পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
খ) যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়
গ) সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে
ঘ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
১২। বিমলের উদ্যোগ কোন সূত্রে ‘বই পড়া’ প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ করে?
i) মুখস্ত বিদ্যা বর্জন
ii) লাইব্রেরি প্রতিষ্ঠা
iii) সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষিত হওয়া
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
১৩। ‘বই পড়া’ প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফুর্তি লাভের উপায় কী?
ক) উদর পূর্তি করানোর মাধ্যম
খ) মনকে সজাগ ও সরল রাখা
গ) শিক্ষার উল্টো টান টেনে
ঘ) কাব্য চর্চা করা
১৪। কাব্যামৃতে আমাদের কেন অরুরি ধরেছে?
ক) অসুস্থ রাজনীতির কারণে
খ) গণতান্ত্রিক চর্চার অভাবে
গ) আমাদের শিক্ষার দোষে
ঘ) বৈশ্বিক উষ্ণতার কারণে
১৫। ফটিক সারাক্ষণ মাঠে ঘুরে বেড়ায়। সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। - ফটিক চরিত্রের সাথে অপু-দুর্গা যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ তা হলো –
i) কৌতুহলপ্রবণ
ii) চঞ্চলতা
iii) প্রকৃতিঘনিষ্ঠ
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
v নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
ছেলেটার বয়স হবে বছর দশেক
পথে ঘরে মানুষ
মার খায় দমাদম
গাল খায় অজস্র
ছাড়া পেলেই আবার দেয় দৌড়।
১৬। উদ্দীপকের ছেলেটার সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কোনটিতে দুর্গার মিল রয়েছে?
ক) দুরন্তপনায় খ) চতুরতায়
গ) অবাধ্যতায় ঘ) ভবঘুরে স্বভাবে
১৭। উদ্দীপক ও ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে যা ফুটে ওঠে তা হলো –
i) সোনালি শৈশব স্মৃতি
ii) ভবঘুরে জীবনচিত্র
iii) কৈশোরের চঞ্চলতা
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
১৮। ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে টোল খাওয়া ভেঁপু-বাঁশিটার দাম কত?
ক) চার পয়সা খ) পাঁচ পয়সা
গ) ছয় পয়সা ঘ) সাত পয়সা
১৯। অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
২০। গঙ্গা-যমুনা খেলার জন্য অপু কী হাতে নিল?
ক) লাটিম
খ) মার্বেল
গ) বাঁশি
ঘ) খাপরা
২১। কোন যুদ্ধক্ষেত্রের নাম খন্দক?
ক) খয়বার
খ) ওহুদ
গ) বদর
ঘ) আহযাব
২২। কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনে হযরতের মৃত্যু সম্ভাবনায় শত্রুরা আনন্দে আত্মহারা হয়ে পড়ল?
ক) বদর খ) ওহুদ
গ) খন্দক ঘ) খয়বর
২৩। ‘মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধে উল্লিখিত ‘সুমহান প্রতিশোধ’ কথাটি দ্বারা নবিজির কোন গুণটি তুলে ধরা হয়েছে?
ক) অনুগ্রহ খ) সাধুতা
গ) মহত্ত্ব ঘ) ত্যাগ
২৪। হযরত মুহম্মদ (স.) প্রস্তর নিক্ষেপকারী মক্কার পৌত্তলিকদের জন্য আল্লাহর কাছে কী প্রার্থনা করেছেন?
ক) ক্ষমা খ) কল্যাণ
গ) সাহায্য ঘ) করুণা
২৫। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো।’ – এ উক্তিতে মুহম্মদ (স.) এর কোন গুণটি প্রকাশ পেয়েছে?
ক) ক্ষমাশীলতা খ) সহনশীলতা
গ) মহানুভবতা ঘ) উদারতা
২৬। নিমগাছ বিশেষভাবে প্রয়োজনীয়, কারণ –
i) ঔষধি বৃক্ষ
ii) নিমের হাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী
iii) চর্মরোগের অব্যর্থ মহৌষধ
নিচের কোনটি সঠিক ?
ক) i I ii খ) i I iii
গ) ii I iii ঘ) i, ii I iii
২৭। ‘তুলসী গাছ থাকলে ঘরে মশার উপদ্রব কম হয়। এর পাতা কাশির জন্য খুব উপকারী। তুলসী পাতার চা ব্যথা কমানোর ক্ষেত্রে খুবই কার্যকর।’ – এ বক্তব্যে ‘নিমগাছ’ গল্পের নিমগাছের সঙ্গে কোন দিকের মিল রয়েছে?
ক) কল্যাণে
খ) সৌন্দর্যে
গ) অবহেলায়
ঘ) অবয়বে
২৮। নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী?
ক) ডাল
খ) বাকল
গ) পাতা
ঘ) ফুল
২৯। ‘এই বলিয়া তিনি ঘাতককে ডাকিয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন।’ এখানে কীসের প্রস্তুতির কথা বলা হয়েছে?
ক) প্রাণদণ্ডের
খ) স্বদেশ প্রত্যাবর্তনের
গ) যাত্রা করার
ঘ) আশ্রয় দেওয়ার
৩০। খলিফা মামুনকে মহামতি ও অতি উন্নতচিত্ত পুরুষ বলা হয়েছে কেন?
ক) পরোপকারিতার জন্য
খ) কৃতজ্ঞতাবোধের জন্য
গ) সুশিক্ষিত হওয়ার জন্য
ঘ) সুবিবেচনার জন্য