এবার 'বনলতা সেন' কবিতার প্রকৃতি চেতনায় আসা যাক।
যেসব প্রশ্নের উত্তরে লেখা যাবে:
১। কবি জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতায় প্রেম ও প্রকৃতির যে সমন্বয় সাধিত হয়েছে তার বিবরণ দাও।
২। 'বনলতা সেন' কবিতাটি প্রকৃতি প্রেমের এক অপূর্ব নিদর্শন। - আলোচনা করো।
৩। "নারী ও প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে 'বনলতা সেন' কবিতায়।" - বিশ্লেষণ করো।
৪। 'বনলতা সেন' কবিতায় কবির প্রেমানুভূতির স্বরূপ বিশ্লেষণ করো।
৫। "একদিকে প্রকৃতি, অন্যদিকে নারী 'বনলতা সেন' কবিতাকে করেছে মোহনীয়।- বিশ্লেষণ করো।
Love from Rajshahi ❤️❤️
ReplyDelete