রুপাই কবিতার MCQ । রুপাই কবিতার বহুনির্বাচনি । Rupai mcq
অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র
অধ্যায়: রুপাই
১। রুপাইয়ের মুখের সৌন্দর্য বোঝাতে ব্যবহৃত শব্দ নয় কোনটি?
ক) কালো ভ্রমর খ) রঙিন ফুল
গ) ধানের পাতা ঘ) তৃণের ছায়া
২। ‘রুপাই’ কবিতায় কোনটির সাথে রুপাইয়ের বাহুর তুলনা করা হয়েছে?
ক) তমাল তরু খ) লাউয়ের ডগা
গ) নবীন তৃণ ঘ) রঙিন ফুল
৩। রুপাইয়ের বাহু দুখান কীসের মতো সরু?
ক) জালি লাউয়ের ডগা খ) কাঁচা ধানের পাতা
গ) কালো ভ্রমর ঘ) তমাল তরু
৪। ‘রুপাই’ কবিতায় কোন মাসের উল্লেখ আছে?
ক) বৈশাখ খ) শাওন
গ) কার্তিক ঘ) ভাদ্র
৫। রুপাইয়ের সৌন্দর্যে কে পিছলে পড়ে?
ক) কালো ভ্রমর খ) রামধনুক
গ) বিজলি মেয়ে ঘ) কচি ধানের চারা
৬। রুপাইয়ের বাঁশের লাঠি কোথায় অনেকে মানে?
ক) গ্রামে খ) মাঠে
গ) আখড়াতে ঘ) বাজারে
৭। কোন গানে রুপাইয়ের কণ্ঠ সবার আগে শোনা যায়?
ক) সারি গান খ) মুর্শিদি গান
গ) ভাটিয়ালি গান ঘ) জারি গান
৮। ‘শাল-সুন্দি-বেত যেন ও’ – এ বাক্যে কোন দিকটি তুলে ধরা হয়েছে?
ক) রূপের বর্ণনা খ) ব্যক্তিত্ববোধ
গ) প্রাকৃতিক সৌন্দর্য ঘ) বিচিত্র গুণাবলি
৯। ‘রুপাই’ কবিতায় রুপাইকে কীসের মতো উপকারী হিসেবে দেখানো হয়েছে?
ক) শাল-সুন্দি-বেত খ) পাগাল লোহা
গ) কচি ধানের পাতা ঘ) দোয়াতের কালি
১০। ‘ছেলে নয় ও, পাগাল লোহা যেন’ – রুপাই সম্পর্কে এ মন্তব্য কারা করেছে?
ক) গ্রামবাসী খ) আখড়ার লোকেরা
গ) বুড়োরা ঘ) লাঠিয়ালরা
১১। রুপাইয়ের সবকিছু জয় করার হাতিয়ার হিসেবে কোনটিকে বিবেচনা করা যায়?
ক) তার গায়ের বর্ণ খ) তার কর্মদক্ষতা
গ) তার ধর্মপরায়ণতা ঘ) তার সুমধুর ব্যবহার
১২। ‘চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়’ কারণ-
i) সে কর্মদক্ষ
ii) সে নিরহঙ্কার
iii) সে পরোপকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। পারস্পরিক সহযোগিতামূলক আচরণে রুপাই চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে ওঠে-
i) উদারত
ii) সহমর্মিতা
iii) মহানুভবতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
v নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
‘জারি গান, বাউল গান আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম’
১৪। উদ্দীপকটি ‘রুপাই’ কবিতায় উল্লিখিত রুপাইয়ের কোন বৈশিষ্ট্যকে স্মরণ করিয়ে দেয়?
ক) শক্তিমত্তা খ) পরোপকারিতা
গ) দক্ষতা ঘ) সৌন্দর্য
১৫। এ বৈশিষ্ট্যের কারণে রুপাইকে বলা হয়েছে-
i) পাগাল লোহা যেন
ii) রুপাই যেন শাল-সুন্দি-বেত
iii) রুপাইয়ের গলা সবার আগে ওঠে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৬। বঙ্গাব্দের কোন মাসের নাম শাওন?
ক) আষাঢ় খ) শ্রাবন
গ) ভাদ্র ঘ) বৈশাখ
১৭। নৃত্যগীত শিক্ষা ও মল্যবিদ্যা অভ্যাসের স্থানকে কী বলা হয়?
ক) ব্যায়ামাগার খ) পাঠশালা
গ) গুরুগৃহ ঘ) আখড়া
১৮। কোন গানে কারবালার শোকাবহ ঘটনার বিশেষ উল্লেখ থাকে?
ক) মুর্শিদি গান খ) ভাটিয়ালি গান
গ) জারিগান ঘ) কবিগান
১৯। ‘রুপাই’ কবিতার রচয়িতা কে?
ক) জসীমউদ্দীন খ) কামিনী রায়
গ) লালন শাহ ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২০। কোন কাব্যগ্রন্থ থেকে ‘রুপাই’ কবিতাটি নেওয়া হয়েছে?
ক) সোজন বাদিয়ার ঘাট খ)নক্সী কাঁথার মাঠ
গ) বালুচর ঘ) মাটির কান্না
২১। নক্সী কাঁথার মাঠ কোন ধরনের রচনা?
ক) গানের সংকলন খ) শিশুতোষ গ্রন্থ
গ) নাটক ঘ) কাহিনিকাব্য
২২। কোন কালিতে পৃথিবীর সমস্ত কিতাব লেখা হয়?
ক) কালো খ) লাল
গ) সবুজ ঘ) খয়েরি
২৩। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কৃষকের সবকিছু কেমন?
ক) ধূসর খ) সাদা
গ) কালো ঘ) নীলাভ
২৪। কবির দৃষ্টিতে কৃষক সবার কাছে কেমন?
ক) মূল্যহীন খ) হাস্যকর
গ) সস্তা ঘ) দামি
২৫। কত সালে কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন?
ক) ১৯০১ খ) ১৯০২
গ) ১৯০৩ ঘ) ১৯০৪
২৬। কোন বিষয়ে কবি জসীমউদ্দীন এম.এ পাশ করেন?
খ) ইংরেজি ভাষা ও সাহিত্য
গ) অর্থনীতি
ঘ) রাষ্ট্রবিজ্ঞান
২৭। কর্মজীবনের শুরুতে কবি জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন?
খ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ঘ) কলকাতা বিশ্ববিদ্যালয়
২৮। কবি জসীমউদ্দীন রচিত নাটকের নাম কী?
ক) বোবা কাহিনি খ) হাসু
গ) বেদের মেয়ে ঘ) ডালিম কুমার
২৯। রঙিলা নায়ের মাঝি কোন ধরনের রচনা?
ক) উপন্যাস খ) গানের সংকলন
গ) নাটক ঘ) কাব্যগ্রন্থ
৩০। কবি জসীমউদ্দীন কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৭৫ খ) ১৯৭৬
গ) ১৯৭৭ ঘ) ১৯৭৮