সুখী মানুষ বহুনির্বাচনী প্রশ্ন । সুখী মানুষ অষ্টম শ্রেণি । সুখী মানুষ mcq । ‍Sukhi manus MCQ

অষ্টম শ্রেণি - বাংলা

সুখী মানুষ

সুখী মানুষ


১। ‘সুখী মানুষ’ নাটিকায় কবিরাজের বয়স কত?

          ক) ৪০ বছর               খ) ৫০ বছর

          গ) ৬০ বছর                ঘ) ৭০ বছর

২। ‘সুখী মানুষ’ নাটিকায় সর্বকনিষ্ঠ চরিত্র কোনটি?

          ক) কবিরাজ               খ) মোড়ল

          গ) লোক                   ঘ) রহমত

৩। কবিরাজ মোড়লের কী পরীক্ষা করেছে?

          ক) চোখ                   খ) পেট

          গ) নাড়ি                    ঘ) ভুড়ি

৪। ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লের প্রতি নির্ভেজাল ভালোবাসা ছিলো কার?

          ক) হাসু                    খ) কবিরাজ

          গ) রহমত                  ঘ) সুখী মানুষ

৫। ‘তোমার মোড়লের নিস্তার নাই’ – সংলাপটি কার?

          ক) হাসুর                   খ) রহমতের

          গ) কবিরাজের             ঘ) মোড়লের

৬। মোড়ল কোন গ্রামের মানুষকে বড়ো জ্বালিয়েছে?

          ক) কুতুবপুর               খ) হরিপুর

          গ) মেহেরপুর              ঘ) সুবর্ণপুর

৭। মোড়ল মানুষের গরু কেড়ে নিয়েছিলো কেন?

          ক) অসুস্থ বলে             খ) অধিকার বলে

          গ) ধনী বলে               ঘ) ক্ষমতা বলে

৮। মোড়লের ব্যাপারে কোনটি প্রযোজ্য?

          ক) যেমন কর্ম তেমন ফল

          খ) রাখে আল্লাহ মারে কে

          গ) পাপের ধন প্রায়শ্চিত্তে যায়

          ঘ) পাপ গোপন থাকে না

৯। ‘মূর্খের মতো কথা বলো না’ – কবিরাজ কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছিলো?

          ক) রহমত                 খ) হাসু

          গ) মোড়ল                 ঘ) লোক

১০। মোড়লের সুস্থতার জন্য কে হিমালয় পাহাড় তুলে আনার কথা বলেছে?

          ক) কবিরাজ               খ) লোক

          গ) রহমত                  ঘ) হাসু

১১। ‘সুখী মানুষ’ নাটিকায় মোড়লকে শরবত দিচ্ছে কে?

          ক) হাসু                    খ) রহমত

          গ) লোক                   ঘ) কবিরাজ

১২। মোড়ল কার মাথায় হাত রেখে মানুষের উপর জবরদস্তি না করার প্রতিজ্ঞা করলো?

          ক) রহমতের              খ) সুখী মানুষের

          গ) হাসু মিয়ার             ঘ) কবিরাজের

১৩। মোড়লের জন্য কার জামার প্রয়োজন?

          ক) জ্ঞানী মানুষের         খ) সুখী মানুষের

          গ) ধনী মানুষের           ঘ) সাধু মানুষের

১৪। কারা সুখী মানুষের ফতুয়া খুঁজতে বেরিয়েছে?

          ক) হাসু ও কবিরাজ       খ) হাসু ও রহমত

          গ) রহমত ও কবিরাজ     ঘ) রহমত ও লোক

১৫। সুখী মানুষটি কী কাজ করে?

          ক) গ্রামে গ্রামে ভিক্ষা করে

          খ) নদীতে মাছ ধরে

          গ) অন্যের জমি চাষ করে

          ঘ) বনে বনে কাঠ কাটে

১৬। ‘এক ঘুমেই রাত কাবার’ – কার?

          ক) কবিরাজের             খ) হাসু মিয়ার

          গ) সুখী মানুষের           ঘ) রহমতের

১৭। সুখী লোকটি নিজেকে ‘সুখের রাজা, মস্ত বড় বাদশা’ বলেছিলো, কারণ তার উপার্জন ছিলো-

          ক) সৎপথে পরিশ্রমের মাধ্যমে

          খ) নীতিহীন পথে

          গ) অনৈতিক ভাবে

          ঘ) বেশি সম্পদ

১৮। ‘আমার ঘরে কিছু নাই, সেই জন্যই তো আমি সুখী মানুষ’ – উক্তিটির তাৎপর্য কী?

          ক) সম্পদই সকল অশান্তির কারণ

          খ) মনে অশান্তি থাকলে ওষুধে সারে না

          গ) লাভের ধন পিঁপড়ায় খায়

          ঘ) লোভে পাপ, পাপে মৃত্যু

১৯। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের স্বভাব-বৈশিষ্ট্য হলো-

i) লোভী

ii) পাপী

iii) অত্যাচারী

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২০। মোড়ল বারবার যা বলে চিৎকার করছিলো-

i) আর সহ্য করতে পারছি না

ii) জ্বলে গেলো

iii) হাড় ভেঙে গেলো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

মোস্তফা একজন নির্লোভ ব্যক্তি। নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ভিটেবাড়ি ছাড়া তার আর কিছুই নেই। কাজ শেষে রাতে সে নিশ্চিন্তে ঘুমাতে যায়। মনে তার কোনো অশান্তি নেই।

২১। উদ্দীপকে মোস্তফার মানসিকতার বিপরীত ভাব ফুটে উঠেছে কোন চরিত্রে?

          ক) হাসু                    খ) মোড়ল

          গ) রহমত                  ঘ) লোক

২২। উক্ত বৈপরীত্যের মূলে রয়েছে-

i) মিথ্যাচার

ii) লোভ

iii) প্রতারণা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

v নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:

করিম মিয়া একজন দিনমজুর। তার ঘরে তেমন কোনো সম্পদ নেই। তিনি সারাদিন পরিশ্রম করে যা উপার্জন করেন তা দিয়ে চাল-ডাল কিনে খান। রাতে পরম শান্তিতে ঘুমান।

২৩। উদ্দীপকের করিম মিয়া ‘সুখী মানুষ’ নাটিকার কোন চরিত্রের প্রতিচ্ছবি?

          ক) মোড়ল                 খ) রহমত

          গ) হাসু                     ঘ) সুখী লোকটি

২৪। উদ্দীপক এবং ‘সুখী মানুষ’ নাটিকার আলোকে বলা যায়, সুখী হতে হলে প্রয়োজন-

i) সৎ উপায়ে উপার্জন

ii) নির্লোভ মানসিকতা

iii) সততা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii                 খ) i ও iii

গ) ii ও iii               ঘ) i, ii ও iii

২৫। ‘জবরদস্তি’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

          ক) জোরাজুরি              খ) শক্তিশালী

          গ) ক্ষমতাবান             ঘ) বলবান

২৬। ‘ব্যামো’ শব্দের অর্থ কী?

          ক) ব্যায়াম                 খ) বয়স

          গ) অদ্ভুত                   ঘ) ব্যারাম

২৭। ‘সুখী মানুষ’ নাটিকা কার লেখা?

          ক) মমতাজ উদ্দীন আহমদ

          খ) মানিক বন্দ্যোপাধ্যায়

          গ) শামসুজ্জামান খান

          ঘ) বিপ্রদাস বড়ুয়া

২৮। নিজ পরিশ্রমের মাধ্যমে সৎ পথে জীবিকানির্বাহ করলে জীবনে কী আসে?

          ক) শান্তি                   খ) প্রাচুর্য

          গ) উন্নতি                   ঘ) ধনসম্পদ

২৯। ‘সুখী মানুষ’ নাটিকায় মোট কয়টি দৃশ্য আছে?

          ক) ২টি                     খ) ৩টি

          গ) ৪টি                     ঘ) ৫টি

৩০। ‘সুখী মানুষ’ নাটিকা অবলম্বনে প্রকৃত অর্থে ‘সুখী মানুষ’ সেই ব্যক্তি-

          ক) যার ধনসম্পদ নেই

          খ) যার সম্পদের প্রতি মোহ নেই

          গ) যে সবকিছুতেই তুষ্ট

          ঘ) যে সম্পূর্ণ নিরোগ

সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত 

৫ টি 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url